shono
Advertisement
Afghanistan

ভারতের পর আফগানিস্তানের জলযুদ্ধ! পাকিস্তানকে শুকিয়ে মারতে নদীবাঁধ দেবে তালিবান

যত দ্রুত সম্ভব বাঁধ দেওয়ার পরিকল্পনা তালিবানের।
Published By: Biswadip DeyPosted: 02:02 PM Oct 24, 2025Updated: 02:12 PM Oct 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পর এবার আফগানিস্তান। তালিবান জানিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর উপরে বাঁধ তৈরি করবে তারা। ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী ওই নদীর প্রবাহ থেকে বঞ্চিত হবে ইসলামাবাদ। এর আগে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর জানিয়ে দিয়েছিল, রক্ত ও জল একই সঙ্গে বইতে পারে না। এবার আফগানিস্তানও সেই পথে হাঁটায় নিঃসন্দেহে পাকিস্তানের অস্বস্তি আরও বাড়ল।

Advertisement

আফগান জল ও শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুপ্রিম লিডার আখুনজাদা মন্ত্রককে নির্দেশ দিয়েছেন, কুনার নদীর বুকে দ্রুত বাঁধ তৈরি করার। আর সেজন্য দেশীয় সংস্থার সঙ্গে যত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষর করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সেদেশের তথ্য প্রতিমন্ত্রী মুহাজির ফারাহি এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিয়েছেন।

এদিকে লন্ডনবাসী সাংবাদিক সামি ইউসুফজাই জানিয়েছেন, ভারতের পরে এবার পাকিস্তানের জল সরবরাহ সম্ভবত বন্ধ করতে চলেছে আফগানিস্তানও। আখুনজাদা যে মন্ত্রককে এমন নির্দেশ দিয়েছেন, সেকথা জানিয়েছেন তিনিও।  বলে রাখা ভালো, কাবুলে এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয়। সীমান্তে দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এরপর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়। সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে এবার এই সিদ্ধান্তের কথা জানাল আফগানিস্তান।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। এদিকে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল সিন্ধু চুক্তি নিয়ে একপ্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর সেই হুমকিতেও বিচলিত হয়নি নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের পর এবার আফগানিস্তান।
  • তালিবান জানিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর উপরে বাঁধ তৈরি করবে তারা।
  • ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী ওই নদীর প্রবাহ থেকে বঞ্চিত হবে ইসলামাবাদ।
Advertisement