সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার টেলিগ্রাম অ্যাপের সিইও পাভেল দুরভ। স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যায় উত্তর ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। রবিবার পেশ করা হবে আদালতে।
জানা গিয়েছে, রুশ বংশোদ্ভুত পাভেল দুরভের বয়স ৩৯। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপের তথ্যভাণ্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল পাভেলকে। এর পরই রাশিয়া ছেড়ে দুবাইয়ে চলে যান তিনি। সেখান থেকেই অ্যাপের যাবতীয় কাজ পরিচালনা করতেন। পরবর্তীত অভিযোগ ওঠে, টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক ব্যবহার রোধে সক্ষম নয়। যার জেরে সিইও পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
[আরও পড়ুন: সাতসকালে সন্দীপের বাড়িতে সিবিআই, দেড় ঘণ্টা অপেক্ষার পর খুলল দরজা!]
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্রান্সের বিমানবন্দরে নামেন পাভেল। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারির খবর ছড়াতেই পদক্ষেপ করেছে রুশ সরকার। ফ্রান্সে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের সঙ্গে পাল্লা দিতেই বাজারে এসেছিল টেলিগ্রাম। এতে কিছু অসুবিধা যেমন ছিল সুবিধাও অনেক। যে কোনও সাইজের ফাইল সহজেই পাঠানো যায় এই অ্যাপে। যার ফলে ব্যাবহারকারীদের কাছে এই অ্যাপটি অত্যন্ত আকর্ষণীয়।