সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল ম্যাচ চলাকালীন এক সন্দেহভাজন জঙ্গির দ্রুতগতির ভ্যান পিষে দিল কানাডা পুলিশের গাড়িকে। রবিবার এই হামলার ঘটনাকে জঙ্গি হামলার তকমা দিয়েছে কানাডার পুলিশ। কানাডার পশ্চিমে এডমন্টনের অ্যালবের্টা শহরে ওই জঙ্গির গাড়ি ও ছুরি নিয়ে হামলায় চারজন আহত হয়েছেন বলে খবর।
পুলিশ জানিয়েছে, হামলার সময় স্থানীয় কমনওয়েলথ স্টেডিয়ামে কানাডার ফুটবল লিগের ম্যাচ চলছিল। তখনই সন্দেহভাজন জঙ্গির একটি ভ্যান দ্রুতগতিতে এসে ট্রাফিক কন্ট্রোল পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের গাড়িকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। দুষ্কৃতীদের গাড়ি এক পুলিশকর্মীকেও প্রায় ১৫ ফুট দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এডমন্টন পুলিশের কর্তা রড নেকট জানিয়েছেন, এই ঘটনায় ওই সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, সন্দেহভাজনের গাড়ি থেকে আইএস জঙ্গি গোষ্ঠীর পতাকা পাওয়া গিয়েছে। নেকট জানিয়েছেন, ধৃত দুষ্কৃতীর বয়স ৩০, সে সম্ভবত কানাডারই বাসিন্দা। ধাক্কা মারার পর সে পুলিশের উপর ছুরি হাতে চড়াও হয়। আহত পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর জখম এমন কিছু মারাত্মক নয় বলে কানাডা পুলিশ সূত্রে খবর।
দেখুন ভিডিও:
CANADA TERROR ATTACK
– Police officer stabbed
– Car rams police barricade
– Pedestrians struck by U-haul#Edmonton #Canada pic.twitter.com/lOffhNhGby— AlwaysActions (@AlwaysActions) October 1, 2017
এদিনই আবার ফ্রান্সের মার্সেই শহরের মেট্রো স্টেশনে দুষ্কৃতীদের ছুরির আঘাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। পালটা নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছে হামলাকারী দুষ্কৃতী। স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ দক্ষিণ ফ্রান্সের মার্সেইয়ের অত্যন্ত ব্যস্ত মেট্রো স্টেশনে আচমকা ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ছুরির ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এরপরই নিরাপত্তারক্ষীরা ওই দুষ্কৃতীকে গুলি করে।
The post এবার কানাডায় ‘জঙ্গি’ হামলা, দুষ্কৃতীর ভ্যান পিষে দিল পুলিশের গাড়ি appeared first on Sangbad Pratidin.