সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাখ-ঢাক নয়, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানে এবার খোলাখুলি সমাবেশ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে জনসমর্থন আদায় ও সংগঠনকে জাঙ্গা করতে এই সভা আয়োজিত হচ্ছে লাহোরে। শুধু তাই নয়, জঙ্গিদের এই সমাবেশে উপস্থিত থাকছে আন্তর্জাতিক জঙ্গি আবদুল রউফ, পহেলগাঁও সন্ত্রাসী সাইফুল্লা কাসুরির মতো ভয়ঙ্কর জঙ্গিরা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, পাক সেনাবাহিনীই জঙ্গিদের এই সভা আয়োজন করছে লাহোরে। আগামী ২ নভেম্বর দাগি জঙ্গিদের উপস্থিতিতে লস্করকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করেছে শাহবাজ-মুনিররা। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানকে ভেতর থেকে গুঁড়িয়ে দেওয়া তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে এই জঙ্গিদের ব্যবহার করা হবে। এই সম্মেলনে উপস্থিত না থাকলেও জেল থেকে বার্তা পাঠাচ্ছে ভারতের হিট লিস্টে উপরের দিকে থাকা জঙ্গি হাফিজ সইদ। তার ছেলে তালহা সইদ সভায় পড়ে শোনাবে সেই বার্তা। জানা যাচ্ছে, মারকাজ-ই-মুসলিমের ব্যানারে আয়োজিত হতে চলেছে এই সমাবেশ। যার মূল লক্ষ্য অপারেশন সিঁদুরে মনোবল হারিয়ে ফেলা জঙ্গিদের ফের উৎসাহিত করা। পাকিস্তানে হতে চলা এই সমাবেশের উপর কড়া নজর রেখেছে ভারত।
উল্লেখ্য, ভারতের অপারেশন সিঁদুরে কার্যত ছারখার হয়ে গিয়েছিল পাকিস্তানে থাকা জঙ্গিদের সদর দপ্তরগুলি। মৃত্যু হয়েছিল শতাধিক জঙ্গির। এই অবস্থায় নতুন করে সেগুলিকে খাড়া করতে উঠেপড়ে লেগেছে পাক সরকার। আইএসআইএর উদ্যোগে শুরু হয়েছেন জঙ্গিদের অর্থায়ন ও নিয়োগ। ভারতের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র চালাতে জইশ-ই-মহম্মদকে পুনর্গঠনে উঠেপড়ে লেগেছে মাসুদ আজহার এবং তার সঙ্গীরাও। ইতিমধ্যে মহিলাদের জন্য একটি শাখা খুলেছে জইশ। যার নাম দেওয়া হয়েছে ‘জামাত-উল-মুমিনাত।’ পিছিয়ে নেই লস্করও।
শুধু তাই নয়, পাক সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ পুঞ্জিভুত হয়েছে অধিকৃত কাশ্মীর থেকে বালোচিস্তান পর্যন্ত। টিটিপির লাগাতার হামলায় বেহাল অবস্থা পাক সেনার। সূত্রের খবর, এই পরিস্থিতি সামাল দিতে বিক্ষব্ধ সংগঠনগুলির বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চালাতে চায় শাহবাজরা। সেইমতো সেনা অভিযানের পাশাপাশি লস্করকে টিটিপির বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে আসিম মুনির। এই অবস্থায় মুখে নিজেদের 'সন্ত্রাসবিরোধী' বলে দাবি করলেও জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তানে এবার আড়াল ভেঙে প্রকাশ্য সমাবেশে জঙ্গিরা।
