shono
Advertisement

ইমরানের গ্রেপ্তারির প্রতিবাদে বেজে উঠল ‘দ্য কাশ্মীর ফাইলসে’র গান! পাকিস্তানের কাণ্ড দেখে হতবাক ভারত

ভিডিও শেয়ার করলেন খোদ 'দ্য কাশ্মীর ফাইলসে'র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
Posted: 10:56 AM May 12, 2023Updated: 11:38 AM May 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে ‘দ্য কাশ্মীর ফাইলসে’র গান! তাও আবার পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে! হ্য়াঁ, এমনটাই ঘটেছ অশান্তির আগুনে জ্বলন্ত পড়শি দেশে। আর সেই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন, খোদ ‘দ্য কাশ্মীর ফাইলসে’র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

Advertisement

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। পরিচালক বিবেক অগ্নিহোত্রী টুইটারে একটা ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, ইমরান খানের গ্রেপ্তারিতে পথে নেমেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। সেই ভিডিওতে ব্যবহার করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির গান ‘হাম দেখেঙ্গে!’ বিবেক অগ্নিহোত্রী এই ভিডিও শেয়ার করে লিখলেন, দেখুন পাকিস্তানের বিড়ম্বনা।

[আরও পড়ুন: এক্সিট পোলে এগিয়ে কংগ্রেস, কর্ণাটকের ফল নিয়ে কী বলছে দেশের সেরা সাট্টা বাজারগুলি?]

‘দ্য কাশ্মীর ফাইলসে’ ব্যবহৃত ‘হাম দেখেঙ্গে’ গানটি লেখেন পাকিস্তানের বামপন্থী চিন্তাবিদ তথা উর্দু কবি ফয়েজ আহমেদ ফরেজ। দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই এই গানের ব্য়বহার হয়েছে। যার ফলে সোশ্য়াল মিডিয়ায় জুড়ে ট্রোল শুরু।

প্রসঙ্গত, বড়সড় স্বস্তি ইমরানের। গত মঙ্গলবারই তাঁকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জার্স। কিন্তু বৃহস্পতিবার পাক (Pakistan) সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। এরপরই সেদেশের শীর্ষ আদালতের নির্দেশ, অবিলম্বে মুক্তি দিতে হবে পিটিআই নেতাকে। আগামিকাল সকাল ১০টায় ইমরানকে ইসলামাবাদ হাই কোর্টে যাওয়ার জন্য বলেছে পাক সুপ্রিম কোর্ট।

এদিন ইমরানের গ্রেপ্তারির সমালোচনায় মুখর হয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, জমি দুর্নীতি মামলায় এভাবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার অধিকার নেই পাক রেঞ্জার্সের। এরপরই পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আটা বান্ডিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্য়ের বেঞ্চ নির্দেশ দেয়, এক ঘণ্টার মধ্যেই ৭০ বছরের রাজনীতিককে আদালতে উপস্থিত করার। এরপরই পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ইমরানের গ্রেপ্তারি বেআইনি। প্রধান বিচারপতি আটাকে বলতে শোনা যায়, ”যদি কোনও ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তারের অর্থ কী?” এভাবে আদালত চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না বলেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেননি জীবনকৃষ্ণ, ভোল বদলে বিপরীত দাবি আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement