shono
Advertisement
Emmanuel Macron

ত্রিশঙ্কু ভোটের ফল, ফ্রান্সে মুখ পুড়ল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

এই পরিস্থিতিতে ফরাসিদের ভবিষ্যৎ কোনদিকে গড়াচ্ছে?
Published By: Biswadip DeyPosted: 05:10 PM Jul 09, 2024Updated: 05:10 PM Jul 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, কোনও একক দল কিংবা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ত্রিশঙ্কু পার্লামেন্টে আসন সংখ্যার নিরিখে শীর্ষে বামেরা। অপ্রত্যাশিত ফলাফলে অতি দক্ষিণপন্থীরা নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যমপন্থী রেনেসাঁ পেয়েছে দ্বিতীয় স্থান। ব্রিটেনের মতোই ফ্রান্সের মানুষ উগ্র দক্ষিণপন্থীদের অভিবাসন নীতির বিরুদ্ধেই রায় দিয়েছে, মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

এদিকে ‘ন‌্যাশনাল পপুলার ফ্রন্ট’ বৃহত্তম জোট হিসাবে নির্বাচিত হলেও বামপন্থীদের হাতে ক্ষমতা ছাড়তে নারাজ ম্যাক্রোঁ (Emmanuel Macron)। পাশাপাশি দক্ষিণপন্থী লো পেন হেরে গিয়েও পিছু হটতে রাজি নন। এদিকে 'ম্যাজিক ফিগার' ২৮৯ থেকে কিন্তু দূরে সব দলই। বিশেষজ্ঞদের মতে, এহেন পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ফ্রান্সের (France) প্রেসিডেন্টই । তাঁর মেয়াদ শেষ হবে ২০২৭-এ। এর আগে তিনি সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই ধরনের নির্বাচনী ফলাফল ম্যাক্রোঁর দল ও তাঁর পজিশনকেই ক্রমশ দুর্বল করে তুলবে। বেকারত্ব ও আরও নানা ইস্যুতে এমনিতেই চাপে পড়তে হয়েছে তাঁকে। তার দলের মধ্যেও অনেকে পছন্দ করছেন না নেতাকে। নির্বাচনের এই ফলাফলে চাপ আরও বাড়ল ম্যাক্রোঁর উপরে।

[আরও পড়ুন: কাঠুয়া জঙ্গি হামলায় পাক-যোগ! ব্যবহৃত হয়েছিল মার্কিন অস্ত্র, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য]

প্রেসিডেন্টকেই এবারের নির্বাচনে 'প্রকৃত পরাজিত' বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এলিসি প্রাসাদে থাকা ম্যাক্রোঁর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব যে ক্রমেই বেড়েছে তা স্পষ্ট। তাঁকে 'সাম্রাজ্যবাদী' বলেই মনে করে আমজনতা। এহেন অবস্থায় তাঁর আশা ছিল, নির্বাচনী ফলাফলে হয়তো পরিস্থিতি বদলাবে। কিন্তু দেখা গেল জটিল রাজনৈতিক অঙ্কের জন্ম দিয়েছে ভোটের ফল। যার ফলে বিশ্বের দরবারে ফ্রান্সের প্রভাব কমবে। এবং এই সংকট থেকে সহজে পরিত্রাণও মিলবে না। আপাতত ন্যাটো সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে যাচ্ছেন ম্যাক্রোঁ। জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ভেবেচিন্তে করতে চান তিনি। তবে ওয়াকিবহাল মহলের মতে, নতুন সরকার গড়তে বামপন্থীদের সঙ্গেই হয়তো হাত মেলাবেন ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু ফ্রান্সে আজ পর্যন্ত কখনওই জোট সরকার তৈরির নিদর্শন নেই। এই পরিস্থিতিতে ম্য়াক্রোঁ কী পদক্ষেপ করেন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

[আরও পড়ুন: ‘হিন্দুত্ব নিয়ে বক্তব্য সম্পূর্ণ ঠিক’, রাহুল গান্ধীর পাশে শঙ্করাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, কোনও একক দল কিংবা জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
  • ত্রিশঙ্কু পার্লামেন্টে আসন সংখ্যার নিরিখে শীর্ষে বামেরা।
  • বিশেষজ্ঞদের মতে, এহেন পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁই ।
Advertisement