shono
Advertisement
S Jaishankar

'এরা আবার আমাদের জ্ঞান দিতে আসে', ভেনেজুয়েলা ইস্যুতে পাশ্চাত্যের 'ভণ্ডামি' ফাঁস জয়শংকরের

ভেনেজুয়েলা প্রসঙ্গে কী বললেন জয়শংকর?
Published By: Amit Kumar DasPosted: 01:28 PM Jan 07, 2026Updated: 04:17 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, 'আপনি আচরি ধর্ম পরকে শেখাও'। যার অর্থ, 'অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে তা পালন করো।' ভেনেজুয়েলা পরিস্থিতির (Venezuela Crisis) মাঝে নাম না করে এবার আমেরিকাকে সেই প্রবাদই স্মরণ করিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। যাবতীয় ভণ্ডামি ফাঁস করে তিনি বললেন, কিছু দেশ রয়েছে যারা অন্যকে বিনামূল্যের জ্ঞান দিতে আসে, অথচ নিজেদের মুখ আয়নায় দেখে না।

Advertisement

বর্তমানে লুক্সেমবার্গ সফরে রয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। সেখানেই বিশ্ব কূটনীতি নিয়ে একের পর এক আক্রমণ শানান তিনি। কারও নাম না করেই জয়শংকর বলেন, "বর্তমান সময়ে যে কোনও দেশ কাজ করে নিজেদের স্বার্থে। যেখানে তাদের ফায়দা তারা সেটাই করে। কেউ কেউ রয়েছে যারা অন্যদের বেলায় বিনামূল্যে পরামর্শ দিতে চলে আসে। যদি কিছু ঘটে তবে তারা বলবে, না না এটা করো না। অপারেশন সিঁদুরের সময় তার উদাহরণ আপনারা দেখেছেন। এখন আপনি যদি তাঁদের প্রশ্ন করেন, আচ্ছা আপনি চিন্তিত। তাহলে আপনি নিজের দিকে কেন তাকাচ্ছেন না? কেন এই হিংসা চালানো হচ্ছে, আপনারা যা করছেন তার জন্য বাকিরা কতটা উদ্বিগ্ন সে দিকে কেন নজর দেওয়া হচ্ছে না?"

একইসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, "আসলে বর্তমান বিশ্বের প্রকৃতি এই পর্যায়েই চলে গিয়েছে। মানুষ যা বলে তা করে না। আমাদের একই মনোভাব নিয়ে এই চিন্তাধারা গ্রহণ করতে হবে।" উল্লেখ্য, গত বছর পাক সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। হামলা চালানো হয় পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাস ঘাঁটিতে। সেই সময় আমেরিকা-সহ পশ্চিমের একাধিক দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল। ভারতকে পরামর্শ দেওয়া হয়েছিল এই ধরনের উত্তেজনাবৃদ্ধি না করার। কারও নাম না নিলেও সে কথা মনে করিয়ে এবার ভেনেজুয়েলা পরিস্থিতিতে আন্তর্জাতিক ভণ্ডামি ফাঁস করলেন জয়শংকর।

পাশাপাশি ভেনেজুয়েলা ইস্যুতে জয়শংকর বলেন,”আমরা ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি দিয়েছি। আমি আপনাদের সেটা দেখার অনুরোধ করব। যদি আমি বিবৃতিটি সংক্ষেপে বলি তা হল, আমরা এই ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব যেন তারা আলোচনায় বসে এমন একটি অবস্থানে পৌঁছায় যা ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার জন্য হিতকর। দিনের শেষে, এটাই আমাদের প্রধান উদ্বেগ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলা পরিস্থিতির মাঝেই নাম না করে আমেরিকাকে তোপ বিদেশমন্ত্রী এস জয়শংকরের!
  • তিনি বললেন, "কিছু দেশ রয়েছে যারা অন্যকে বিনামূল্যের জ্ঞান দিতে আসে, অথচ নিজেদের মুখ আয়নায় দেখে না।"
Advertisement