shono
Advertisement

Breaking News

মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, মধ্যপ্রাচ্যে চাকরি খোয়াচ্ছেন ভারতীয়রা

এ পর্যন্ত মোট ১২ জন ভারতীয় চাকরি হারিয়েছেন। The post মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, মধ্যপ্রাচ্যে চাকরি খোয়াচ্ছেন ভারতীয়রা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:25 PM May 04, 2020Updated: 01:25 PM May 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করে মধ্যপ্রাচ্যে চাকরি খোয়ালেন আরও তিন প্রবাসী ভারতীয়। অভিযোগ, ‘মুসলিমরা ভারতে করোনা ছড়াচ্ছেন’ বলে সোস্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিলেন ওই তিন ব্যক্তি। এরপরই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন এর আগে একই কারণে আরও নয়জন প্রবাসী ভারতীয় তাঁদের চাকরি হারিয়েছেন। স্বভাবতই পরপর এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীতে বেশকিছু ভারতীয়র সোস্যাল মিডিয়ার প্রোফাইল থেকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল। মূলত
ভারতে নিজামুদ্দিন মারকাজের ঘটনাটি ঘটার পরই সোস্যাল মিডিয়ায় মুসলিম বিরোধী পোস্ট করা হতে থাকে বলে অভিযোগ। এমনকী, টেলিভিশন বা অন্যান্য সংবাদমাধ্যমেও এক শ্রেণির মানুষ মুসলিমবিরোধী প্রচার করতে শুরু করেন বলেও অভিযোগ। প্রসঙ্গত, মার্চ মাসের মাঝামাঝি দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাতের এক ধর্মীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। লকডাউন ঘোষণার পরও বহু বিদেশী-সহ প্রায় হাজার দুয়েক ইসলাম ধর্মালম্বী মানুষ ওই এলাকায় জমায়েত করে থেকে গিয়েছিলেন। পরবর্তী সময়
করোনার হটস্পট হয়ে দাঁড়ায় দিল্লির ওই এলাকা। এরপরই সোস্যাল মিডিয়ায় একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা হতে থাকে। মধ্যপ্রাচ্যের প্রবাসী ভারতীয়রাও লাগাতার এ ধরনের
মন্তব্য করে বলে অভিযোগ। যার ফলস্বরূপ এবার তাঁদের চাকরিতে কোপ পড়ল।

[আরও পড়ুন : একদিনে সংক্রমিত ১০ হাজার! করোনার হামলায় শিরে সংক্রান্তি রাশিয়ার]

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বরাবরই ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে কড়া অবস্থা নেওয়া হয়। আমিরশাহীতে প্রাক্তন ভারতীয় দূত টুইটারে জানিয়েছিলেন, আমেরিকার ৯/১১-এর সন্ত্রাসবাদি হামলা, বা মিশরের আরব বসন্ত আন্দোলনের পর মধ্যপ্রাচ্যে থাকা কিছু নাগরিক ধর্মীয় উগ্রপন্থাকে সমর্থন করেছিল। তখনই তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এমনকী বাবরি মসজিদ ধ্বংসের পর উসকানিমূলক মন্তব্য করা পাকিস্তানি স্কুল শিক্ষিকাদের দেশে ফেরত পাঠানো হয়েছিল। এমনিতেই করোনা পরিস্থিতিতে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বেশকিছু দেশ। তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলিও আছে। ভারতীয় দূত সেসময় দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার কথা তুলে ধরে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য তুলে ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ১২ জন ভারতীয় চাকরি খোওয়ানোয় পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন : এ বছরের মধ্যেই করোনার প্রতিষেধক তৈরি করবে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের]

The post মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, মধ্যপ্রাচ্যে চাকরি খোয়াচ্ছেন ভারতীয়রা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement