সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাবুলে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। তার পালটা দেয় আফগানিস্তানের তালিবান সরকার। তারপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা এখনও কমেনি। এর মধ্যেই পাকিস্তানে খাদ্যসামগ্রীর আকাশছোঁয়া দামের ছ্যাঁকায় নাভিশ্বাস উঠেছে পাক জনতার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাকিস্তানের বাজারে প্রতি কেজি টমেটোর দাম পৌঁছেছে ৬০০ টাকায় (ভারতীয় মুদ্রায়)। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত এই দর ছিল ১০০ টাকা। কিন্তু এক ধাক্কায় তা ৫০০ টাকা বেড়ে গিয়েছে।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, সাম্প্রতিক বন্যা এবং দু’দেশের মধ্যে চলতি সংঘাতের কারণে দেশে ফল-সবজির দাম আগুন। রাওয়ালপিন্ডির বাজারে প্রতি কেজি টমেটো ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন বাজারে রসুনের দাম ৪০০ টাকা কেজি, আদার দাম ৭৫০ টাকা কেজি, পেঁয়াজ ১২০ টাকা কেজি এবং মটর ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি ফলের দামও আকাশছোঁয়া। জানা যাচ্ছে, আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা দরে। আঙুরের দাম প্রতি কেজিতে ৪০০ থেকে ৬০০ টাকা, একটি নারকলের দাম ৪০০ টাকা এবং ডালিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকা দরে।
রাওয়ালপিন্ডির সবজি ব্যবসায়ী ইউনিয়নের সভাপতি গোলাম কাদের বলেন, "দেশে টমেটোর জোগান কম। কিন্তু চাহিদা বেশি। বর্তমানে আফগানিস্তান থেকে আর টমেটো আমদানি করা হচ্ছে না। টমেটোর জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমবে না।"
