shono
Advertisement

Breaking News

ভোটযুদ্ধে ওবামাকেও হারিয়ে দিতেন, দাবি ট্রাম্পের

তাঁর ক্ষমতায় আসার আগে নাকি বিশ্ব অন্ধকারময় ছিল? The post ভোটযুদ্ধে ওবামাকেও হারিয়ে দিতেন, দাবি ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 PM Dec 27, 2016Updated: 03:21 PM Dec 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে জেতার পর থেকেই খোশমেজাজে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসের অন্দরে আনুষ্ঠানিক প্রবেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ প্রায় সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা৷ তাই আত্মবিশ্বাসে তুঙ্গে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের৷ আত্মবিশ্বাস এতটাই যে পরপর দুই বারের মার্কিন প্রেসিডেন্টের পদ সামলানো বারাক ওবামাকেও তোয়াক্কা করছেন না তিনি৷

Advertisement

সম্প্রতি ওবামা এক কথা প্রসঙ্গে জানিয়েছিলেন আবার ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনে লড়ার সুযোগ থাকলে তিনি লড়তেন এবং তিনিই জিততেন৷ এই কথার উত্তরেই টুইটারে ওবামার সমালোচনা করতে শুরু করেন ট্রাম্প৷ তিনি বলেন, “প্রেসিডেন্ট ওবামা মনে করেন তিনি আমায় হারিয়ে দিতে পারতেন৷ কিন্তু আমি বলব তা তিনি কোনও ভাবেই করতে পারতেন না৷” কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র থেকে অফিস সরিয়ে নেওয়া, ইসলামিক স্টেটের বিস্তারের কথাও তুলে ধরেছেন৷

ট্রাম্প এও দাবি করেছেন, তাঁর জেতার আগে নাকি বিশ্ব অন্ধকারময় ছিল৷ কোথাও কোনও আশা ছিল না৷ তাঁর আশার পরই বাজার চাঙ্গা হয়েছে৷ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বড়দিনের উৎসবে৷ প্রসঙ্গত ৮ নভেম্বর হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জিতেছিলেন ট্রাম্প৷ হিলারির প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ২৩২৷

The post ভোটযুদ্ধে ওবামাকেও হারিয়ে দিতেন, দাবি ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement