আন্তর্জাতিক মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ফলশ্রুতি হল, পড়শি দেশকে আর গাজার জন্য তৈরি শান্তি কমিটি (বোর্ড অফ পিস)-তে চাইছে না ওয়াশিংটন! শান্তি কমিটিতে যোগ দিতে কানাডাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সুইৎজারল্যান্ডের দাভোসে আয়োজিত 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম'-এর মঞ্চে কথা উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সেই আমন্ত্রণই বাতিল করা হল।
বিভিন্ন আন্তর্জাতিক বিবাদ সমাধানের লক্ষ্যে একটি শান্তি পর্ষদ গঠন করছে আমেরিকা। তাতে যোগ দেওয়ার জন্য একাধিক দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। কানাডাও সেই আমন্ত্রণ পেয়েছিল। কিন্তু দাভোসে সরাসরি ট্রাম্পকে নানা বিষয়ে আক্রমণ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তাতে মার্কিন প্রেসিডেন্টের শুল্কযুদ্ধ এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ও ছিল। কার্নে স্পষ্ট জানান, ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য তাঁর দেশ কোনও অর্থ দিতে পারবে না। আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থায় ভাঙন ধরেছে বলেও মন্তব্য করেছিলেন কার্নে। তাঁর এই মন্তব্যে অনেকে সমর্থনও করেছিলেন। উঠে দাঁড়িয়ে হাততালিও দিয়েছেন। প্রসঙ্গত, হোয়াইট হাউস জানিয়েছিল, ‘বোর্ড অফস পিস’-এ যোগ দিলে প্রাথমিক ভাবে তিন বছরের সদস্যপদ পাওয়া যাবে। ১০০ কোটি ডলার খরচ করলে মিলবে স্থায়ী সদস্যপদ।
এতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প সমাজমাধ্যমে কার্নের উদ্দেশে লিখেছেন, "বোর্ড অফ পিস-এ কানাডার যোগদানের জন্য যে আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। আগামী দিনে এই পর্ষদ বিশ্বনেতাদের কাছে অত্যন্ত সম্মানজনক একটি বোর্ড হয়ে উঠবে।" ট্রাম্পের সংযোজন, "কানাডা আমেরিকার জন্যই বেঁচে আছে। মার্ক, এর পর থেকে কোনও মন্তব্য করার আগে এটা মনে রেখো।’’ কার্নেও জবাবে বলেন, ‘‘কানাডা আমেরিকার জন্য বেঁচে নেই। কানাডিয়ানদের জন্যই কানাডা সমৃদ্ধ হচ্ছে।’’
