shono
Advertisement
Spain Train Accident

সিনেমাকেও হার মানায়! মুখোমুখি ধাক্কায় দুমড়ে গেল দুই হাইস্পিড ট্রেন, স্পেনে মৃত অন্তত ২১

'অভিশপ্ত রাত্রি', এত বড় দুর্ঘটনার খবরে আক্ষেপ প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৭০।
Published By: Sucheta SenguptaPosted: 10:01 AM Jan 19, 2026Updated: 01:35 PM Jan 19, 2026

এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়! রাতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Spain Train Accident) প্রাণ গেল অন্তত ২১ জনের। একই ট্র্যাকে মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটিই দুমড়েমুচেড়ে গেল! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন। পরিস্থিতি এমনই যে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দলের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে দেশের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ বলছেন, 'অভিশপ্ত আর যন্ত্রণাদায়ক একটা রাত।' পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তের কথায়, ''দুর্ঘটনার ধরন অত্যন্ত অদ্ভুত!''

Advertisement

রাতের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২১ জনের। একই ট্র্যাকে মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটিই দুমড়েমুচেড়ে গেল! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন।

রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ায়। মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড ট্রেন ট্র্যাক বদল করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ট্র্যাক বদলে অন্য একটি ট্রেনের মুখোমুখি চলে আসে মাদ্রিদগামী যাত্রীবাহী ট্রেনটি। দুটি ট্রেনই অত্যধিক দ্রুতগতিতে থাকায় তা নিয়ন্ত্রণ করতে না পেয়ে সজোরে সংঘর্ষ ঘটে। যার জেরে দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের অভিঘাতে সদ্য সংস্কার হওয়া রেলট্র্যাকেরও ক্ষতি হয়। স্পেনের আদিফ রেল নেটওয়ার্কের তরফে দুর্ঘটনাস্থলের ভিডিও পোস্ট করা হয়েছে।

কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে অবাক স্পেনের খোদ পরিবহণ মন্ত্রীও। তাঁর মতে, খুবই অদ্ভুদভাবে দুটি ট্রেন এভাবে মুখোমুখি এসে পড়ায় সংঘর্ষ হল। পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে, ট্র্যাকের পাতগুলি এই দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ ওই রেলট্র্যাক নাকি সদ্যই সংস্কার করা হয়েছিল।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে ওঠে উদ্ধারকাজ। উদ্ধারকারী বিভাগের প্রধান ফ্রান্সিসকো কারমোনার কথায়, ''সমস্যা হল যে ট্রেনের পণ্যবাহী কামরাগুলো দুমড়ে গিয়েছে, পাতগুলোও তাই। তার মধ্যে আটকে রয়েছে মানুষ। জীবিতদের উদ্ধার করার জন্য আমাদের মৃতদেহ পেরিয়ে যেতে হচ্ছে। খুব কঠিন কাজ। অনেক কৌশল করতে হচ্ছে।'' দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি জানাচ্ছেন, সংঘর্ষের অভিঘাতে কোনও কোনও কামরার অংশ ছিটকে গিয়ে পড়েছে অন্তত চার মিটার দূরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement