shono
Advertisement
Ukraine Drone Attack

অপারেশন সিঁদুরের ধাঁচে অপারেশন স্পাইডার ওয়েব, রাশিয়াকে 'পঙ্গু' করে ট্রাম্পকে খোঁচা ইউক্রেনের!

রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে এসবিইউ।
Published By: Anwesha AdhikaryPosted: 10:43 AM Jun 02, 2025Updated: 04:05 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা পাকিস্তানকে চমকে দিয়েছিল ভারতের 'অপারেশন সিঁদুর'। এবার সেই একই ধাঁচে আকস্মিক হামলা করে মহাশক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছে ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে 'অপারেশন স্পাইডার' (Operation Spiderweb) চালিয়েছে ভলোদিমির জেলেনস্কির দেশ। তারপরেই নাম না করে আমেরিকাকে বার্তা দিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের হুঙ্কার, কারোও সাহায্য ছাড়াই রাশিয়ার বিমানঘাঁটি তছনছ করেছে তাঁর দেশ।

Advertisement

সোমবারই ইস্তানবুলে রাশিয়ায়-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা। ঠিক তার আগের দিন রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে এসবিইউ। সেই হামলায় রাশিয়ার বোমারু বিমান Tu-95 এবং Tu22M3 ধ্বংস হয়েছে। একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায় (Ukraine Drone Attack)। একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে। গত তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) এটাই আকাশপথে সবচেয়ে বড় হামলা, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।

অপারশেন 'পাভুতিনা' অথবা অপারেশন স্পাইডারের সাফল্যের পরেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশের নিরাপত্তা সার্ভিসের প্রধান ভাসিল মালিউকের রিপোর্টের ভিত্তিতে তিনি জানান, 'রাশিয়ার উপরে অব্যর্থ হামলা হয়েছে। যেটুকু তথ্য প্রকাশ করা সম্ভব সেটা আমজনতাকে জানানো হবে। তবে যেভাবে ইউক্রেন এই হামলা চালিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইউক্রেনের। এই হামলার পর রাশিয়াকে বুঝতে হবে যুদ্ধ থামানোটা কতখানি জরুরি।'

তবে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে জেলেনস্কির এক্স পোস্টের একটি বিশেষ বাক্য। ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, কোনও দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার উপরে হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা অনেকেই মনে করিয়ে দিচ্ছেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সেই সাক্ষাৎ যেখানে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। ওই বৈঠকে ট্রাম্প ঠারেঠোরে জেলেনস্কিকে বলেছিলেন মার্কিন সাহায্য ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন কার্যত পঙ্গু। ট্রাম্পের সেই দাবিকে ভুল প্রমাণ করতেই এই বাক্য ব্যবহার করেছেন জেলেনস্কি, এমনটাই মত বিশ্লেষক মহলের। তাছাড়াও হামলার পরের দিন বৈঠকে কিছুটা 'আপারহ্যান্ড' নিতে পারবে কিয়েভ, মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবারই ইস্তানবুলে রাশিয়ায়-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা।
  • অপারশেন 'পাভুতিনা' অথবা অপারেশন স্পাইডারের সাফল্যের পরেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
  • আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে জেলেনস্কির এক্স পোস্টের একটি বিশেষ বাক্য। ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, কোনও দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার উপরে হামলা চালানো হয়েছে।
Advertisement