shono
Advertisement
US airline

রানওয়েতেই মার্কিন বিমানে অগ্নিকাণ্ড! ফ্লাইটের মধ্যেই হুড়োহুড়ি আতঙ্কিত যাত্রীদের

দুর্ঘটনার সময় বিমানটিতে ১০৪ জন যাত্রী ছিলেন।
Published By: Amit Kumar DasPosted: 11:48 AM Feb 03, 2025Updated: 11:48 AM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান তখন রানওয়ে ধরে ছুটতে শুরু করেছে। জানালার ধারে বসা এক যাত্রীর হঠাৎ নজর পড়ল বিমানের ডানায় ইঞ্জিন দাউদাউ করে জ্বলছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে বিমান থামিয়ে রানওয়েতেই খালি করে দেওয়া হল বিমান। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে আমেরিকার হস্টনে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে। সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ৮.৩০ নাগাদ হস্টন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছিল মার্কিন ১৩৮২ নম্বরের বিমানটি। ফেডারেল অ্যাভিয়েশন অথোরিটির দাবি অনুযায়ী, রানওয়ে ধরে কিছুটা এগোনোর পরই বিমানের একটি ইঞ্জিনে সমস্যা নজরে আসে পাইলটদের। সঙ্গে সঙ্গে থামানো হয় বিমানটি। দুর্ঘটনার সময় বিমানটিতে ১০৪ জন যাত্রী ছিলেন। তাঁদের প্রত্যেককে রানওয়েতেই নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় টার্মিনালের। সকল যাত্রীরা সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।

এদিকে ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানের মধ্যেই জানালার পাশে বসা এক মহিলা বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। সেখানেই নজরে পড়ে বিমানের একটি ডানায় আগুন ধরে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেছেন। আতঙ্কিত গলায় একজন বলছেন, 'দয়া করে আমাদের এখান থেকে বাইরে বের করুন।' এর কিছুক্ষণ পর দেখা যায়, সব যাত্রীদের বাইরে আনা হয়েছে, রানওয়েতে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। সূত্রের খবর, দুপুরের দিকে অন্য একটি বিমানে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আমেরিকা। ওয়াশিংটনের কাছে এক মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে হয়। দুর্ঘটনার পর পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে বিমানটি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৬৭ জনের। গত শুক্রবার রাতে ফিলাডেলফিয়ায় আরও একটি বিমান দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। এর পর বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রানওয়েতেই মার্কিন বিমানে অগ্নিকাণ্ড! ফ্লাইটের মধ্যেই হুড়োহুড়ি আতঙ্কিত যাত্রীদের
  • রবিবার সকালে এই ঘটনা ঘটেছে আমেরিকার হস্টনে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে।
  • সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।
Advertisement