সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিসা নিয়ে আরও কঠোর আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়ে দিল, আমেরিকায় গিয়ে কেউ সন্তানের জন্ম দিতে চাইলে তাঁর ভিসার আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে।
বৃহস্পতিবারই ভারতের মার্কিন দূতাবাসের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। তাতে জানানো হয়েছে, যদি মার্কিন আধিকারিকেরা বুঝতে পারেন, স্রেফ সন্তানের জন্ম দিতেই কোনও পর্যটক আমেরিকায় যাচ্ছেন, তা হলে পর্যটক ভিসা বাতিল করে দিতে পারেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।
মার্কিন প্রশাসনের যুক্তি, অনেকেই সন্তানের জন্ম দিতে আমেরিকায় যান, যাতে সন্তান জন্মসূত্রে নাগরিকত্ব পায়। দ্বিতীয় বার আমেরিকার মসনদে বসার পরেই ভিসানীতি নিয়ে কড়া পদক্ষেপ করেছেন ট্রাম্প। গত ২০ জানুয়ারি তিনি একটি নির্দেশনামায় সই করেছিলেন। তাতেই জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি বাতিলের কথা বলা হয়েছিল। পরে এই বিষয়টি নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে মামলাও হয়। যদিও ট্রাম্প প্রশাসনের এই নির্দেশের সাংবিধানিক বৈধতা নিয়ে বিতর্কের মীমাংসা হয়নি আমেরিকার শীর্ষ আদালতে।
এত দিন আমেরিকায় নিয়ম ছিল, কোনও শিশু আমেরিকায় জন্মালে, সে নাগরিকত্ব পেতে পারে। এই নীতি বদলে দিতে চান ট্রাম্প। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লাখ লাখ মানুষের দায়িত্ব নিতে পারবে না আমেরিকা।" শেষমেশ আমেরিকার আদালতও যদি ট্রাম্পের নির্দেশে সিলমোহর দেয়, তবে আমেরিকায় বদলে যাবে ১২৫ বছরের নিয়ম।
