সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ডান হাতে কালশিটে। মেকআপ করে তা কোনও রকমে ঢেকে রাখার চেষ্টা গত কয়েক দিন ধরে হচ্ছিল ঠিকই। কিন্তু এ সব কিছুই নজর এড়ায়নি নেটাগরিকদের। সমাজমাধ্যমে এ নিয়ে কথাও হচ্ছিল বিস্তর। সম্প্রতি ডান হাতের সেই জায়গায় ব্যান্ডেজ দেখেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, মার্কিন প্রেসিডেন্ট কি অসুস্থ? ট্রাম্পের শারীরিক অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন ছড়াতেই এ বার তড়িঘড়ি বিবৃতি বিষয়টি ব্যাখ্যা করল হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পকে বিভিন্ন মানুষের সঙ্গে করমর্দন করতে হয়। সারা দিনে এত মানুষের সঙ্গে হাত মেলানোর কারণেই ডান হাতে কালশিটে পড়ে গিয়েছে। সেই কারণেই ব্যান্ডেজ লাগানো হয়েছে। মুখপাত্রের সংযোজন, "ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত অ্যাসপিরিন খেতে হয়। ওই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এই ভাবে কালশিটে পড়তে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের চিকিৎসকেরা।"
রাষ্ট্রনেতাদের শারীরিক সক্ষমতা বা সুস্থতা নিয়ে জল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয়। এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সুস্থতা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পুতিন হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। কখনও প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসন্সে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে বাক্শক্তি রহিত হওয়ার ‘খবর’ও। এমনকি, পুতিনের ক্যানসার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমি কিছু সংবাদমাধ্যমে।
একই ভাবে ট্রাম্পের সুস্থতা নিয়েও নানা গুঞ্জন শোনা গিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার সেই সব দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি সুস্থ। প্রেসিডেন্ট পদে শেষবেলায় জো বাইডেনের যা অবস্থা হয়েছিল, তার চেয়ে তিনি সুস্থই আছেন বলে দাবি করেছেন ট্রাম্প।
