সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা। গুরুতর আহত আমেরিকার ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি। শুক্রবার হওয়া এই হামলার খবর এক বিবৃতিতে জানিয়েছে পেলোসির দপ্তর। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে খবর।
সিএনএন সূত্রে খবর, শুক্রবার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। একটি হাতুড়ি নিয়ে ৮২ বছরের পলের উপর চড়াও হয় ডেভিড দে’পাপে নামের এক ব্যক্তি। তবে ইমার্জেন্সি ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিতে সক্ষম হন পল। তারপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। আহত পলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় গুরতর চোট পেয়েছেন তিনি। দ্রুত তাঁর অস্ত্রোপচার হবে বলেও খবর।
[আরও পড়ুন: হিন্দু হত্যার স্মৃতিতে সৌধ তৈরির প্রতিশ্রুতি ট্রাম্পের, ‘RSS অ্যাজেন্ডা’, বলছে ভারতের বিরোধীরা]
এই ঘটনা নিয়ে দেওয়া বিবৃতিতে স্পিকার ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেছেন, “হামলাকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সেই সঙ্গে এই হামলার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মিস্টার পেলোসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।” এই হামলার সময় ন্যান্সি সান ফ্রান্সিসকোতে ছিলেন না বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, এই ঘটনার নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন সান ফ্রান্সিসকোর পুলিশপ্রধান উইলিয়াম স্কট। তিনি বলেন, “এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পনা করেই এই হামলা করা হয়েছে। দেশের জন্য, সমাজের জন্য আমাদের জনপ্রতিনিধিরা কাজ করছেন। কিন্তু তাঁদের পরিবারকে হামলার মুখে পড়তে হচ্ছে। তাঁরা তো এমনটা চাননি। এই হামলা অত্যন্ত নিন্দাজনক একটি ঘটনা।”
উল্লেখ্য, গত আগস্ট মাসে তাইওয়ান সফরে গিয়ে চিনকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন ন্যান্সি পেলোসি। তারপরই চিনা বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, পেলোসির তাইওয়ান (Taiwan) সফর চিনের সার্বভৌমত্বে আঘাত করেছে। সেই কারণে ন্যান্সি পেলোসি এবং তাঁর পরিবারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে, সেই তথ্য প্রকাশ করেনি চিন। অতীতেও বেশ কয়েকজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়েছে বেজিং।