shono
Advertisement
Donald Trump

'বন্যদের মতো, কিন্তু ভালো', সুনীতা উইলিয়ামসের চুল নিয়ে রসিকতা ট্রাম্পের! দিলেন বার্তাও

সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এতদিন ধরে মহাশূন্যে আটকে থাকায় পূর্বসূরি বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প।
Published By: Sucheta SenguptaPosted: 08:08 PM Mar 07, 2025Updated: 08:14 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে মহাশূন্যে কার্যত 'বন্দি' দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। দীর্ঘ ৯ মাস ধরে তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে। তবে এবার জট কেটে এমাসের তৃতীয় সপ্তাহে পৃথিবীর মাটিতে পা রাখার কথা সুনীতা, বুচের। তাঁদের ফিরিয়ে আনতে তৈরি স্পেসশিপ। সব ঠিক থাকলে ১৯ মার্চ ফের মহাশূন্য থেকে মাধ্যাকর্ষণের আওতায় চলে আসবেন দুই মার্কিন নভোচর। এই খবর সংবাদমাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মধ্যেই সুনীতার চুল নিয়ে রসিকতা করতেও ছাড়লেন না 'খামখেয়ালি' প্রেসিডেন্ট। তাঁর চুলের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বললেন, ''ওঁর চুলটা বন্যদের মতো, কিন্তু ভালোই, বেশ শক্তপোক্ত। এটা নিয়ে কোনও মজা হবে না।''

Advertisement

স্পেস এক্সের একটি মহাকাশযানে চড়ে গত বছরের জুন মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেন নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। সপ্তাহখানেক পর ফেরার কথা ছিল। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে তাঁদের ফেরানো হয়নি। এভাবেই কেটে গিয়েছেন ৯ মাস। দুজনকে ফেরাতে নতুন করে রকেট প্রস্তুত করা হচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, সুনীতাদের ফিরিয়ে আনতে তিনি 'বন্ধু' এলন মাস্কের সাহায্য চেয়েছিলেন। মাস্ক নাকি তাঁকে আশ্বস্ত করেছেন। ট্রাম্পের কথায়, ''আমি মাস্কের কাছে সাহায্য চাইলাম। বললাম যে, ওঁরা মহাকাশে আটকে পড়েছেন, ফিরিয়ে আনতে পারবে? ও জানাল, অবশ্যই পারবে। এখন রকেট প্রস্তুত হচ্ছে, দ্রুতই দুই নভোচরকে আমরা ফিরিয়ে আনব।''

এনিয়ে পূর্বসূরি জো বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ''বাইডেন ওঁদের ওখানে পাঠিয়ে ফেলে রেখে দিয়েছেন। চিন্তা করবেন না, আমরা আপনাদের তাড়াতাড়ি ফিরিয়ে আনব।'' এরপর মজা করে বলেন, ''আমিও কি রকেটে চড়ে ওখানে যাব?'' সুনীতা ও বুচ মহাশূন্যে ঠিক কীভাবে দিন কাটাচ্ছেন, সেই দুর্দশার কথা শোনাতে গিয়ে ট্রাম্পের কথা উঠে এল সুনীতার চুলের বর্ণনা। বললেন, চুলগুলো বন্যদের মতো হয়ে গিয়েছে, কিন্তু ভালোই। এ নিয়ে কিন্তু কোনও মজা হবে না। আসলে মহাশূন্যে মাধ্যাকর্ষণ কাজ করে না বলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সুনীতার চুল সর্বদা মাথা থেকে বাইরের দিকে দেখা গিয়েছে। আর তাতেই ট্রাম্পের ওই মন্তব্য, যা মোটেই ভালোভাবে গ্রহণ করতে পারেননি অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুনীতা উইলিয়ামসের চুল নিয়ে রসিকতা ট্রাম্পের!
  • 'চুলটা বন্যদের মতো, কিন্তু ভালোই', মহাকাশে আটকে থাকা নভোচরকে উদ্ধারে বিশেষ বার্তা দিলেন।
Advertisement