ইরান যদি আমায় হত্যা করতে চায়, দুনিয়া থেকে ওদের নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা! সাম্প্রতিক টানাপড়েনের আবহে ইরানকে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারের পতন চেয়ে রাজপথে নেমেছেন বহু মানুষ। সেই বিক্ষোভ-আন্দোলন দমনে ইরান সরকার যে ভাবে বলপ্রয়োগ করছে, তা নিয়ে 'ক্ষুব্ধ' ট্রাম্প। ইরানে সরকার বদল প্রয়োজন বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে তেহরানও পালটা হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটনকে। জানিয়েছে, তাদের নেতা খামেনেইয়ের গায়ে হাত পড়লে, তারাও চুপ থাকবে না। গোটা বিশ্বে আগুন জ্বলবে বলেও হুমকি দিয়েছে তেহরান। তার প্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট।
একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমি খুব স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছি। আমার কিছু হলে, ওরা (মার্কিন সেনা) দুনিয়া থেকে ওদের (ইরানকে) মুছে দেবে।" যদিও ট্রাম্পের মুখে এ কথা নতুন নয়। সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে এই একই হুমকি এর আগেও ইরানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম 'পলিটিকো'-কে দেওয়া সাক্ষাৎকারে খামেনেইকেও আক্রমণ বিঁধেছেন ট্রাম্প। বলেছেন, "উনি অসুস্থ। ওঁর উচিত ঠিকঠাক ভাবে দেশ চালানো এবং মানুষকে এই ভাবে হত্যা করা বন্ধ করতে হবে। ইরানে এবার নতুন নেতার প্রয়োজন।"
বিভিন্ন বেসরকারি রিপোর্ট অনুযায়ী, ইরানে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে সাম্প্রতিক বিক্ষোভে। যদিও এ ব্যাপারে সরকারি হিসাব নেই। তবে কিছু দিন আগে খামেনেই নিজেই একটি বিবৃতিতে জানিয়েছেন, ইরানের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার দায় তিনি আমেরিকার উপরেই চাপিয়েছেন। বেসরকারি হিসাব অনুযায়ী, ২৬ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন ইরানে।
