সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে হামলার মুখে পড়েছিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটে জয়ের পরেও তাঁর প্রাণের ঝুঁকি এতটুকু কমেনি বলেই মনে করছেন ভ্লাদিমির পুতিন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ প্রেসিডেন্টের সাফ বক্তব্য, ভোটের সময়ে ট্রাম্পের রুখতে বর্বরের মতো পদক্ষেপ করা হয়েছে। তাই রিপাবলিকান নেতার প্রাণের ঝুঁকি এতটুকু কমেনি।
গত জুলাই মাসে পেনসিনভেনিয়ায় নির্বাচনী প্রচারে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলে। অল্পের জন্য তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায় বুলেট। প্রাণে বাঁচেন ট্রাম্প। তার পরে সেপ্টেম্বর মাসে অভিযোগ ওঠে, গলফ কোর্সে ট্রাম্পকে নিশানা করে রাইফেল তাক করছিল এক ব্যক্তি। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের প্রাণের ঝুঁকি রয়েছে বলেই মনে করছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের মতে, "ট্রাম্পকে রুখতে বর্বরের মতো পদক্ষেপ করা হয়েছে। এমনকী একাধিকবার তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত হয়েছে। আমার মতে, ট্রাম্প এখন মোটেই নিরাপদ নন।"
আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্টের উপর হামলার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আব্রাহাম লিঙ্কন থেকে জর্জ কেনেডি- আততায়ীর হাতে খুন হয়েছেন চার জন মার্কিন প্রেসিডেন্ট। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন। প্রাক্তন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের উপরেও আততায়ী হামলা হয়েছে। আমেরিকার সেই রক্তাক্ত ইতিহাস মনে করিয়ে দিয়ে পুতিন আরও বলেন, "দুর্ভাগ্যজনকভাবে মার্কিন ইতিহাসে এমন ঘটনা বহু নজির রয়েছে। আমার মনে হয় ট্রাম্প যথেষ্ট বুদ্ধিমান। তিনি নিশ্চই সমস্ত বিষয়গুলো খেয়াল করে সতর্ক থাকবেন।"
দুবছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুতিন। জানান, যুদ্ধ থামাতে ট্রাম্প হয়তো কোনও উপায় বের করবেন। যুদ্ধ বন্ধ করতে আমেরিকার সঙ্গে বৈঠক করতেও রাজি পুতিন। উল্লেখ্য, দিনকয়েক আগেই মার্কিন অস্ত্র নিয়ে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে জো বাইডেন প্রশাসন। তাতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন পুতিন।