shono
Advertisement
Volodymyr Zelensky

‘কল্পনার অতীত’, গাজা শান্তিকমিটিতে পুতিনের সঙ্গে কাজ করতে নারাজ জেলেনস্কি, আর কী বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট?

‘বোর্ড অব পিস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগ দিতেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। মোদিকে লেখা ট্রাম্পের এই সংক্রান্ত চিঠিটি রবিবার সমাজমাধ্যমে প্রকাশ করেছেন ভারতে আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত সের্জিয়ো গোর।
Published By: Subhodeep MullickPosted: 08:23 PM Jan 20, 2026Updated: 08:23 PM Jan 20, 2026

গাজা পুনর্গঠনের লক্ষ্যে নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আমন্ত্রণ পাঠানো হয়েছে ইউক্রেনেও। কিন্তু পুতিনের সঙ্গে তিনি যে একমঞ্চে কাজ করতে পারবেন না, তা সাফ জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Advertisement

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি বলেন, “আমরা আমন্ত্রণটি পেয়েছি। কূটনৈতিক স্তরে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে যে কোনও ধরণের কাউন্সিলে রাশিয়ার সঙ্গে আমাদের কাজ করা শুধু কঠিন নয় বরং কল্পনার অতীত।" সুতরাং গাজা শান্তিকমিটি নিয়ে আমেরিকার এই আমন্ত্রণপত্র ইউক্রেন শেষমেষ গ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে, আমন্ত্রণপত্র গ্রহণের বিষয়ে রাশিয়াও এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কথায়, "শান্তিকমিটির ব্যাপারে আমরা আমেরিকার কাছে কিছু বিষয় নিয়ে জানতে চাইবে। সব খুঁটিনাটি জানার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ‘বোর্ড অব পিস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগ দিতেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। মোদিকে লেখা ট্রাম্পের এই সংক্রান্ত চিঠিটি রবিবার সমাজমাধ্যমে প্রকাশ করেছেন ভারতে আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত সের্জিয়ো গোর। তবে দিল্লির অস্বস্তি বাড়িয়ে বোর্ডে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও আমন্ত্রণ জানিয়েছেন।

হোয়াইট হাউসের দাবি, গাজার পুনর্গঠন, নিরস্ত্রীকরণ ও দীর্ঘমেয়াদি শান্তিতে জোর দেওয়া এবং হামাসের শাসন থেকে একটি অস্থায়ী প্যালেস্টাইনি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে ওই বোর্ড গঠন জরুরি। একটি নতুন আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করবে এই বোর্ড। তার কাজ হবে গাজার রূপান্তরের তদারক করা। ট্রাম্প নিজেই অবশ্য এই বোর্ডের সভাপতিত্ব করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement