shono
Advertisement
UK

ব্রিটেনে ভোটদানের ন্যূনতম বয়স হবে ১৬! কেন এমন বদল চাইছে লন্ডন?

ঘোষণা দেশের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের।
Published By: Biswadip DeyPosted: 05:06 PM Jul 17, 2025Updated: 05:06 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ১৬ করার প্রস্তাব ব্রিটেনে। গণতন্ত্রে কমবয়সিদের অংশগ্রহণের পরিমাণ বৃদ্ধি করতেই এই প্রস্তাব করা হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। এবার যদি পার্লামেন্টে সেটি পাশ হয়ে যায় তাহলে গোটা ব্রিটেন স্কটল্যান্ড ও ওয়েলসের সঙ্গে একসারিতে বসবে। ওই দুই দেশে যথাক্রমে ১৬ ও ১৭ বছর হল ভোটদানের ন্যূনতম বয়স।

Advertisement

২০২৪ সালে ব্রিটেনের নির্বাচনে ভোট পড়েছিল ৫৯.৭ শতাংশ। যা ২০০১ সাল থেকে ধরলে সর্বনিম্ন। এই পরিসংখ্যান সামনে আসার পরই আশঙ্কার জন্ম হয়। কেন ভোটার সংখ্যা কমছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। গবেষণার পর দেখা গিয়েছে, ভোটারের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করলে ভোটদানের শতকরা হার বৃদ্ধি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোট দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে ১৬ করার প্রস্তাব ব্রিটেনে।
  • গণতন্ত্রে কমবয়সিদের অংশগ্রহণের পরিমাণ বৃদ্ধি করতেই এই প্রস্তাব করা হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার।
  • এবার যদি পার্লামেন্টে সেটি পাশ হয়ে যায় তাহলেই তা কার্যকর হবে।
Advertisement