সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তি। বিশাল সাম্রাজ্যের মালিক। বিশ্বের সেরা ফ্যাশন ব্র্যান্ডের মালিকানা রয়েছে তাঁরই দখলে। কিন্তু সেই বের্নার্ড আর্নল্টের (Bernard Arnault) কপালে চিন্তার ভাঁজ। তাঁর বিশাল সাম্রাজ্য কার হাতে তুলে দেবেন, সেই সিদ্ধান্ত নিতে কার্যত জেরবার হয়ে পড়েছেন লুই ভিতোঁ কর্তা। তাঁর অবর্তমানে কে হবেন আর্নর্ল্ট সাম্রাজ্যের মালিক, সেই উত্তরাধিকারী বেছে নিতে এবার অডিশনের ব্যবস্থা করেছেন লুই ভিতোঁর সিইও।
পাঁচ সন্তান রয়েছে বের্নার্ড আর্নর্ল্টের। তার মধ্যে তিনজন ইতিমধ্যেই বাবার মালিকানাধীন সংস্থাগুলিতে সিইও পদে রয়েছেন। বাকি দুই সন্তানও যুক্ত রয়েছেন আর্নর্ল্টের নানা সংস্থার সঙ্গে। এই পাঁচজনের মধ্য থেকেই একজনের হাতে নিজের ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল এলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেয়েছেন লুই ভিতোঁর (Louis Vuitton) কর্তা।
[আরও পড়ুন: পুরনো দলের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস রাহানের, নেপথ্যে সেই মাহি ম্যাজিক]
কীভাবে নিজের উত্তরাধিকারী বেছে নেবেন আর্নর্ল্ট? জানা গিয়েছে, প্রতি মাসে একবার নিজের সন্তানদের সঙ্গে লাঞ্চ করতে যান তিনি। দেড়ঘণ্টা ধরে এই লাঞ্চের সময়ে অন্য কারোওর প্রবেশাধিকার থাকে না। তবে সূত্র মারফত জানা গিয়েছে, এই লাঞ্চ শুরু হওয়ার আগে নিজের আইপ্যাড থেকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ে শোনান আর্নর্ল্ট। তারপর একে একে প্রত্যেক সন্তানকে জিজ্ঞাসা করেন, ব্যবসায় কীভাবে উন্নতি করা যেতে পারে। এইভাবেই নিজের সন্তানদের অডিশন নেন তিনি।
জানা গিয়েছে, এখনই কোনও সিদ্ধান্তে আসতে নারাজ বিশ্বের ধনীতম ব্যক্তি। আপাতত দীর্ঘদিন ধরে চলবে এই অডিশন প্রক্রিয়া। তবে ফরাসি ধনকুবের জানিয়েছেন, লাগাতার অডিশন পাশ করে যে সবচেয়ে বেশি যোগ্য প্রমাণিত হবে, সেই সন্তানের হাতেই নিজের ব্যবসার সমস্ত ভার তুলে দেবেন তিনি। ব্যক্তিগত স্নেহ-ভালবাসার উর্ধ্বে উঠেই সিদ্ধান্ত নেবেন। তাঁর অবর্তমানে যেন যোগ্য ব্যক্তিই সংস্থার দায়িত্বে থাকেন, এমনটাই আশা আর্নর্ল্টের।
[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]