সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের মেয়র পদের দৌড়ে এগিয়ে থাকা জোহরান মামদানি আপাতত ধাক্কা খেলেন। তাঁর সঙ্গে সিরাজ ওয়াহাজের একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দু'জনকে হাত ধরে থাকতে দেখা যায়। এই ওয়াহাজের বিরুদ্ধেই ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বম্বিংয়ের অভিযোগ রয়েছে। ফলে এই মুহূর্তে মামদানি কিছুটা ব্যাকফুটেই।
গত সপ্তাহে বছর ৩৪-এর ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি সাপ্তাহিক প্রার্থনার পরে সিরাজ ওয়াহাজের সঙ্গে হাত ধরা ছবিটি প্রকাশ্যে আসে, যা মার্কিন রাজনীতির অন্দরমহলে ঝড় তুলেছে। ১৯৯৩ সালে ওই বোমা ছোড়ার ঘটনায় ছ'জনের মৃত্যু হয়েছিল। যদিও ওয়াহাজকে এই ঘটনায় 'অনিচ্ছাকৃত ষড়যন্ত্রকারী' বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা ওই ছবি পোস্ট করে ওয়াহাজকে ব্রুকলিনের অন্যতম প্রথম সারির মুসলিম নেতা এবং ইসলাম সম্প্রদায়ের অন্যতম পুরোধা নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে। যা ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলাকর্তা এলন মাস্কের তরফে প্রতিবাদ ও কটাক্ষ ধেয়ে এসেছে।
মামদানি অবশ্য এক্স হ্যান্ডলে লিখেছেন, 'মসজিদ আত-তাকওয়ায় ইমাম সিরাজ ওয়াজওয়াহর সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি দেশের প্রথমসারির ইসলাম নেতা।' তবে এর পালটা হিসাবে ট্রাম্প এবং এলন মাস্ক রে রে করে ওঠেন। তাঁরা বলেন, এটি লজ্জাজনক এবং একজন মেয়র পদপ্রার্থীর জন্য এমন আচরণ শোভনীয় নয়। মামদানি ক্ষমতায় এলে তাঁর এলাকায় আরও বড় এই ধরনের দুর্ঘটনা শুধুই ঘটার অপেক্ষা। যাঁরা তাঁকে সমর্থন করেন এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব রেখে চলেন তাঁদের জন্যও এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সও। মাস্ক ব্যঙ্গ করে লিখেছেন 'ওয়াও' অর্থাৎ অসাধারণ। সবমিলিয়ে একটি ছবির জন্যই আপাতত ব্যাকফুটে নিউ ইয়র্কের মেয়র পদের দৌড়ে এগিয়ে থাকা জোহরান মামদানি।
