shono
Advertisement
Epstein Files

এপস্টেইনের পাঁকে মামদানির মা! যৌন অপরাধীর বাড়িতে কী করছিলেন পরিচালক মীরা?

শুক্রবার আমেরিকার বিচারবিভাগীয় দপ্তর এপস্টেইন ফাইলসের ৩০ লক্ষেরও বেশির পাতার নথি প্রকাশ্যে এনেছে। এ ছাড়াও প্রকাশ করা হয়েছে অন্তত দু'হাজারটি ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি।
Published By: Saurav NandiPosted: 10:31 AM Jan 31, 2026Updated: 03:31 PM Jan 31, 2026

এপস্টেইন ফাইলস (Epstein Files) বিতর্কে এবার নাম জড়াল নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের। সদ্য প্রকাশিত নথিতে দেখা গিয়েছে, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের প্রাক্তন প্রেমিকা গিজলাইন ম্যাক্সওয়েলের বাসভবনে আয়োজিত একটি পার্টিতে গিয়েছিলেন পরিচালক মীরা। দাবি, ২০০৯ সালে মীরার ছবি 'অ্যামেলিয়া' মুক্তি পেয়েছিল। সেই ছবির প্রচারেই তিনি ওই পার্টিতে গিয়েছিলেন।

Advertisement

শুক্রবার আমেরিকার বিচারবিভাগীয় দপ্তর এপস্টেইন ফাইলসের ৩০ লক্ষেরও বেশির পাতার নথি প্রকাশ্যে এনেছে। এ ছাড়াও প্রকাশ করা হয়েছে অন্তত দু'হাজারটি ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি। তাতেই মীরার ছবি রয়েছে। ওই পার্টিতে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং আমাজনের কর্ণধার জেফ বেজস। পার্টি থেকে ফিরে যাওয়ার পরেই এপস্টেইনকে একটি মেল পাঠিয়েছিলেন পাবলিসিস্ট পেগি সিগল। তাঁর মেলেও মীরার নাম রয়েছে। মেলে লেখা হয়েছে, "মীরার ছবি যে সকলের খুব পছন্দ হয়েছে, সে কথা বলব না। তবে মহিলাদের ভালোই লেগেছে।"

এপস্টেইন দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে আত্মঘাতী হন ২০১৯ সালে। তাঁর প্রাক্তন প্রেমিকা তথা সঙ্গিনী ম্যাক্সওয়েল এখনও জেলে। শিশু পাচার এবং এপস্টেইনের যৌন অপরাধের মামলায় তিনিও দোষী সাব্যস্ত। এপস্টেইন ফাইলে নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

প্রসঙ্গত, গত বছরই নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন আমেরিকার বামঘেঁষা ডেমোক্র্যাট মামদানি। সেই সময় প্রচারের আলোয় এসেছিলেন মীরা। ছেলের সম্পর্কে বলেছিলেন, "আমি আমার ছেলের সাহস ও বচনভঙ্গিমা দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর যেটা আমার ভালa লাগে তা হল, ও এই বিশ্বের বিভিন্নতাকে দ্ব্যর্থহীন ভাবে গ্রহণ করেছে। ও যে আশা দেখিয়েছে, তাতে আশাবাদী আমি। এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।" এবার তাঁর নাম জড়াল এপস্টেইন ফাইলসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement