অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইজরায়েল সরকার। এই ক্রসিং-ই গাজার সঙ্গে মিশরের যোগাযোগের একমাত্র পথ। অনেক দিন ধরেই এই পথ খুলে দেওয়ার জন্য ইজরায়েলকে অনুরোধ করা হচ্ছিল। তার পরেই এই সিদ্ধান্ত নিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। রবিবার থেকে এই ক্রসিং খুলে দেওয়া হবে।
২০২৩ সালে ইজরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পরেই রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছিল মিশর। প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের সদস্যেরা গা ঢাকা দিতে এই সীমান্ত ব্যবহার করে দেশে ঢুকে পড়তে পারেন, এই আশঙ্কা থেকেই রাফা ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তারা সেটি খুলে দেয়। এই পথ ব্যবহার করেই মাঝে গাজায় ত্রাণ ঢুকেছিল। তার পরেই রাফা সীমান্ত বন্ধ করে দেয় নেতানিয়াহুর সরকার।
গত বৃহস্পতিবার দক্ষিণ গাজায় ধ্বংসস্তূপের তলা থেকে শেষ ইজরায়েলি পণবন্দি রান গভিলির দেহ উদ্ধার করে ইজরায়েলি সেনা। হামাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইজরায়েলি সেনার হামলাতেই শেষ পণবন্দির দেহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল। দেহ উদ্ধারে ইজরায়েলকে আমরা তথ্য দিয়ে সহায়তা করেছি।’’ নেতানিয়াহু সরকার সেই দাবির কোনও প্রতিক্রিয়া না দিলেও ঘটনাচক্রে দেহ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যেই এল রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা।
