shono
Advertisement

চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘হাসপাতাল ট্রেন’, ১৯১টি গ্রাম ছুঁয়ে ছুটবে এক্সপ্রেস

কোথায় চালু হচ্ছে এই পরিষেবা? The post চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘হাসপাতাল ট্রেন’, ১৯১টি গ্রাম ছুঁয়ে ছুটবে এক্সপ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Jun 06, 2018Updated: 08:40 PM Jun 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘হাসপাতাল ট্রেন’৷ সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই যোগীর রাজ্যে চালু হতে চলেছে নয়া এই রেল পরিষেবা৷ মূলত, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই হবে ‘লাইফলাইন এক্সপ্রেস’-এর কাজ৷ চিকিৎসা পরিষেবা ছাড়াও ট্রেনটি দুরবর্তী এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার কাজেও এই বিশেষ ট্রেনটি ব্যবহার করা হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷

Advertisement

রেল সূত্রে খবর, ট্রেনটি ১৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিভিন্ন রুটে চলাচল করবে৷ পরে উত্তরপ্রদেশের মির্জাপুরে বেশ কিছু গ্রামীণ এলাকায় পরিষেবা দেবে বলেও জানা গিয়েছে৷

[একসঙ্গে হোক বিধানসভা এবং লোকসভা ভোট, মোদির ডাকে সাড়া যোগী-অখিলেশের]

মূলত, লাইফলাইন এক্সপ্রেসটি দরিদ্র মানুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে৷ ট্রেনের মধ্যে থাকবে বিশেষ একটি মেডিক্যাল টিম৷ ট্রেনের মধ্যে ছোটোখাটো অপারেশনসহ ক্যানসার আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসাও করা সম্ভব৷ রোগীর পরিস্থিতি ভাল না হলে প্রযোজনে তাকে শহরে নিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে জানা গিয়েছে৷

প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, গ্রামীণ এলাকায় পৌঁছে প্রায় এক মাস শিবির করে চিকিৎসা পরিষেবা দেবে ওই লাইফলাইন এক্সপ্রেস৷ সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা থেকে শুরু করে ওষুধ বিলি ও জন্মনিয়ন্ত্রণে সচেতন করা হবে সাধারণ মানুষকে৷

[পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও]

রেল পথ রয়েছে, এমন গ্রামীণ অঞ্চলে নতুন এই পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হলেও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল লাইফলাইন এক্সপ্রেসের চাকা৷ ১৯৯১ সালে প্রথম এই পরিষেবা চালু হলেও আর্থের অভাবে থমকে ছিল৷ পরে লাইফলাইন এক্সপ্রেস চালাতে উদ্যোগী হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ ইউনিসেফের আর্থিক সহযোগিতায় নতুন করে প্রাণ পায় লাইফলাইন এক্সপ্রেস৷ দীর্ঘ ১৯ বছর পর ১৯১টি গ্রাম ছোঁয়ার লক্ষ্যে আগামী সপ্তাহে যাত্রা শুরু করছে নয়া এই ট্রেন৷

The post চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘হাসপাতাল ট্রেন’, ১৯১টি গ্রাম ছুঁয়ে ছুটবে এক্সপ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার