shono
Advertisement

চিনা আগ্রাসনের পালটা কৌশলী নয়াদিল্লি! লাদাখে তৈরি হবে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি

G-20 সম্মেলন থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর।
Posted: 04:49 PM Sep 10, 2023Updated: 04:49 PM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের আগ্রাসী মনোভাবের পালটা কৌশলী নয়াদিল্লি। লাদাখে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি  গড়বে ভারত। যা কৌশলগতভাবে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি-২০ সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এহেন ঘোষণা করেছেন বলে সূত্রের খবর। আগামী ১২ সেপ্টেম্বর বিমানঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisement

প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ বর্ডার রোড অর্গানাইজেশনের (BRO) তরফে জানানো হয়েছে, লাদাখের নিওমাতে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি তৈরি হবে। খরচ হবে প্রায় ২১৮ কোটি টাকা। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেভক থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানঘাঁটির শিলান্যাস করবেন রাজনাথ সিং। শুধু লাদাখের সামরিক বিমানঘাঁটি নয়, প্রতিরক্ষা সংক্রান্ত আরও ৯০টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে বাগডোগরা ও বারাকপুর বিমানঘাঁটিক আধুনিকীকরণও রয়েছে। সবমিলিয়ে খরচ হবে প্রায় ২ হাজার ৯৪১ কোটি টাকা। 

[আরও পড়ুন: গাড়ি চালানো শেখার সময় শিশুকে পিষে দিল যুবক, রণক্ষেত্র ময়নাগুড়ি]

লাইন অফ কন্ট্রোল থেকে ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত নিওমা। উচ্চতা প্রায় ১৩ হাজার ৪০০ মিটার।  চিনের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে কৌশলগতভাবে লাদাখের এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২০ সালে লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের পর থেকে সেই এলাকায় থাকা ভারতীয় সেনাকে রসদ ও অস্ত্র সরবরাহ হয় এই এলাকা দিয়েই। এখানে রসদবাহী বড় বড় বিমানকে ওঠানামা করতে দেখা গিয়েছে। ওঠানামা করেছে চিনুক চপার এবং স্পেশ্যাল সি-১৩০জে এয়ারক্রাফট।

 

প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সামরিক বিমানঘাঁটি তৈরির কাজ শেষ হলে লাদাখের উন্নয়ন হবে। স্বাভাবিকভাবেই যে কোনও আবহেই অতিরিক্ত সাহায্য পাবে ভারতীয় বায়ুসেনা। লাদাখ সীমান্তে রসদ-অস্ত্র সরবরাহ অনেকটাই সহজ হবে বলেও মনে করছে ওয়াকিবহাল।

[আরও পড়ুন: পণে ফ্রিজ দিতে না পারার শাস্তি! বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement