সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ম্যাট ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভিনেশ ফোগাট? দিন কয়েক আগে সেরকম জল্পনা শোনা গিয়েছিল। তা যেন এবার ক্রমেই পোক্ত হচ্ছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেন ভিনেশ। তার পরই ভিনেশ কংগ্রেসে যোগ দেবেন কিনা, সেই প্রশ্ন উঠছে।
মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার? এমন প্রশ্ন তুলেও সরব হয়েছিলেন। অলিম্পিকে ওজন বিতর্কে পদক হারানোর পর, সেই ঘটনায় রাজনৈতিক যোগাযোগ খোঁজার চেষ্টাও করেছিলেন অনেকে।
[আরও পড়ুন: আব কি বার দেশি পোশাক, ডাক্তারদের সমাবর্তনে কালো ‘রোব’-এ নিষেধাজ্ঞা কেন্দ্রের]
ইতিমধ্যে দেশে ফিরে বহু জায়গায় সম্মান পেয়েছেন ভিনেশ। পদক না জিতলেও তাঁকে 'চ্যাম্পিয়ন' বলেই মনে করছেন ভক্তরা। অলিম্পিকের পর কুস্তি থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে এই সময়ে ভিনেশ রাজনীতিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শোনা যাচ্ছিল। এমনকী জানা যায়, তাঁর দিদি ববিতা ফোগাটের বিরুদ্ধেও নির্বাচনে লড়তে পারেন। গত শুক্রবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ভোট ১ অক্টোবর। এবং ফল ঘোষণা ৪ অক্টোবর।
[আরও পড়ুন: দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী, তালিকায় কত নম্বরে মমতা?]
এহেন পরিস্থিতিতে ভূপিন্দর সিংয়ের সঙ্গে সাক্ষাতে ফের চর্চা শুরু হয়েছে। যদিও বর্তমানে হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা বলছেন, "একজন অ্যাথলিট কোনও নির্দিষ্ট দল বা রাজ্যের হন না। অ্যাথলিট সারা দেশের। ভিনেশও তাই। এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত যে ও রাজনৈতিক দলে যোগ দেবে কিনা। তবে কংগ্রেসে যেই আসুক, তাঁকে আমরা স্বাগত জানাই। এবার এটা ভিনেশের সিদ্ধান্ত যে ও সেটা চায় কিনা।" এর আগে ভিনেশকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব করেছিলেন হুডা। যদিও এই বিষয়ে কোনও বক্তব্য রাখেননি ভিনেশ।