সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারসীয় ওভালে জয়ের ইতিহাস রচনা করতে ব্যর্থ ভারত। তবে হারের হতাশা আঁকড়ে ধরে রাখতে চান না রোহিত শর্মা। ফাইনাল পর্যন্ত পৌঁছনোও যে বড় সাফল্য, তেমনটাই মনে করছেন তিনি। আর তাই নতুন উদ্যোমে আবারও পাঁচদিনের লড়াই শুরু করার কথা তাঁর মুখে। আর ফাইনালের পর্ব মিটতেই ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করে দিল আইসিসি।
আগামী মাস অর্থাৎ জুলাই থেকেই শুরু হয়ে যাবে ভারতীয় দলের পরবর্তী টেস্ট লড়াই। প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তবে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দলকে সামলাতে হবে টিম ইন্ডিয়াকে। আগামী দু’বছরে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, বাংলাদেশের বিরুদ্ধে দুটি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের টেস্টের সূচি।
[আরও পড়ুন: ওভালে অনন্য নজির অস্ট্রেলিয়ার! এক নয়, তিন ম্যাচের টেস্ট ফাইনাল চাইছেন রোহিত]
১২-১৬ জুলাই এবং ২০-২৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে খেলবে ভারত। ক্যারিবিয়ানদের ঘরের মাঠে হবে ম্যাচ।
ডিসেম্বর ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি অ্যাওয়ে টেস্ট ভারতের।
২০২৪-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভারতের মাটিতে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড।
সেবছরই সেপ্টেম্বর/অক্টোবরে দু’টি টেস্ট খেলতে ভারতে আসবে বাংলাদেশ।
আগামী বছরের শেষদিকে অক্টোবর/নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।
২০২৪-২৫-এ বর্ডার গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত।
২০২৪-এর নভেম্বর থেকে ২০২৫-এর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজে নামবে ভারত।
পয়েন্ট তালিকায় প্রথম দুয়ে শেষ করতে পারলে ২০২৫ সালের জুনে লর্ডসে ফের ফাইনালে খেলার সুযোগ পাবে টিম ইন্ডিয়া।