সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়। ২০১৭ সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নাম বদলের ধারা চলেছে অবিরল। এবার আকবরপুরের নাম বদলানোর ইঙ্গিত দিলেন যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার এই বদলের পক্ষে সরব হয়ে যোগী বলেন, ঔপনিবেশিক ইতিহাস যেমন মুছে ফেলা দরকার, তেমনই দরকার ঐতিহ্যকে সম্মান করা। আর তাই আকবরের মতো মোগল সম্রাটের নামও এই অঞ্চলের নাম থেকে সরিয়ে দিতে হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) চান উত্তরপ্রদেশ থেকে মুসলিম শাসনের ইতিহাস মুছে ফেলতে। এলাহাবাদ থেকে গাজিয়াবাদ, রাজ্যের অধিকাংশ শহর যে সাক্ষ্য বহন করত। এদিন তাঁকে বলতে শোনা যায়, ''আকবরপুর নামটা নিতে কেমন একটা দ্বিধা হয়। এ সবকিছুই বদল হওয়া দরকার। দাসত্বের এই চিহ্নগুলো মুছে ফেলতে হবে এবং নিজেদের ঐতিহ্যকে সম্মান করতে হবে।''
[আরও পড়ুন: রাজভবনের সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে অভিযোগকারিণীর মুখ! কী প্রতিক্রিয়া তরুণীর?]
প্রসঙ্গত, এদিন যোগী আকবরপুরের কথা বললেও আরও বহু জায়গার নাম নিয়েই তাঁর সরকার যে ভাবনাচিন্তা করছে, তেমন গুঞ্জন রয়েছে। এর মধ্যে রয়েছে আজমগড়, আলিগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, ফারুকাবাদ ও মোরাদাবাদের নামও। এর মধ্যে ফিরোজাবাদের নাম চন্দ্রনগর ও আলিগড়ের নাম হরিগড় রাখার প্রস্তাব রয়েছে। আলিগড় পুরসভায় এই পরিবর্তনের প্রস্তাব পাশও হয়ে গিয়েছে। এর আগে ২০১৯ কুম্ভমেলার আগে এলাহাবাদের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ। একই ভাবে ঝাঁসি স্টেশনের নামকরণ করা হয় রানি লক্ষ্ণীবাইয়ের নামে। মুঘলসরাই ও ফৈজাবাদের নাম পালটে হয়েছে যথাক্রমে দীনদয়াল উপাধ্যায় নগর ও অযোধ্যা।