shono
Advertisement

Breaking News

‘সুপ্রিম কোর্ট না পারলে ২৪ ঘণ্টাতেই মেটাব মন্দির ইস্যু’, বার্তা যোগীর

অযোধ্যা মামলার দ্রুত শুনানির দাবিতে সরব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ The post ‘সুপ্রিম কোর্ট না পারলে ২৪ ঘণ্টাতেই মেটাব মন্দির ইস্যু’, বার্তা যোগীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:43 AM Jan 27, 2019Updated: 11:43 AM Jan 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে শীঘ্রই শুরু হবে অযোধ্যা মামলার শুনানি৷ কিন্তু তার আগে আরও একবার এই বিতর্কিত ইস্যুতে দ্রুত শুনানির দাবি জানালেন যোগী আদিত্যনাথ৷ একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সাফ বললেন, ‘‘শীর্ষ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে, বিষয়টি আমাদের উপর ছেড়ে দিক৷ আমরা ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে ফেলব৷’’

Advertisement

[বক্স খাটের ভিতর লুকানো মহিলার পচাগলা দেহ, উপরে নিশ্চিন্ত ঘুম ব্যক্তির ]

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানান, মন্থর গতিতে অযোধ্যা মামলার শুনানি এগোচ্ছে৷ এভাবে মামলার শুনানি এগোলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে৷ প্রতিষ্ঠানের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উড়ে যাবে৷ পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেন যোগী আদিত্যনাথ৷ জানান, একবার এই মামলার সমাধান হয়ে গেলে এবং তিন তালাক প্রথা বন্ধ হয়ে গেলে দেশে তুষ্টিকরণে রাজনীতিতে ইতি পড়বে৷ এবং অনেক কিছুর পরিবর্তন ঘটবে৷ বছরের শুরুতে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করেছিলেন অযোধ্যা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড পয়েন্ট৷ ইস্যুটি শীর্ষ আদালতের ভরসায় ছেড়ে দিয়ে এই বিষয়ে অর্ডিন্যান্স আনার দাবি উড়িয়ে দিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, এই বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষ হলে, সরকার তার কাজ করবে৷ তখন কেন্দ্রীয় সরকারের যা করণীয়, তাই করা হবে৷

[‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্রমশ কুণ্ঠিত হচ্ছে’]

অন্যদিকে, রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া দ্রুত শুরুর দাবিতে বহুদিন ধরেই কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়াপন্থীরা৷ আরএসএস থেকে বিশ্ব হিন্দু পরিষদ, সকলেরই দাবি, অর্ডিন্যান্স এনে সমস্যার সমাধান করুক সরকার৷ তা না হলে চরম পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন তাঁরা৷ সদ্য সমাপ্ত কুম্ভ মেলাতেও দাবি উঠেছে, অযোধ্যার বিতর্কিত ওই জমিতে দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হোক৷ এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছে আখড়া পরিষদ। আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি অভিযোগ করেছে, নির্বাচনের আগে রাম মন্দিরকে ইস্যু করে ফায়দা তুলতে চাইছে বিজেপি। কিন্তু মন্দির নির্মাণে তাঁদের কোনও আগ্রহ নেই। এমন পরিস্থিতিতে, আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অযোধ্যা মামলার শুনানি৷ ইতিমধ্যে পুনর্গঠিত হয়েছে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ৷ যাতে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আবদুল নাজির, বিচারপতি এস এ ববদে ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

The post ‘সুপ্রিম কোর্ট না পারলে ২৪ ঘণ্টাতেই মেটাব মন্দির ইস্যু’, বার্তা যোগীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement