shono
Advertisement

‘তুমি পাকিস্তানের নায়ক’, তাঁর প্রাণ বাঁচানো অনুগামীকে প্রশংসায় মুড়ে দিলেন ইমরান

এদিকে পাকিস্তানে নিষিদ্ধ ইমরান খানের ভাষণ ও সাংবাদিক সম্মেলন।
Posted: 09:33 PM Nov 05, 2022Updated: 09:35 PM Nov 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যতদিন বেঁচে আছি, খান সাহেবের গায়ে আঁচ লাগতে দেব না।” পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে বলেছিলেন তাঁর অনুরাগী। শনিবার সেই যুবকের সঙ্গে হাসপাতালে দেখা করলেন ইমরান। তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়ে ‘পাকিস্তানের নায়ক’ বলে উল্লেখ করলেন। এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাধীন ইবতিসাম নামের ওই যুবক। তাঁর গোড়ালিতে গুলি লেগেছে।

Advertisement

জানা যাচ্ছে, এদিন ইমরান ওই যুবকের সঙ্গে দেখা করে বলেন, ”তুমি পাকিস্তানের নায়ক। তুমি যা সাহস দেখিয়েছ তা অপরিসীম।” এই মুহূর্তে সেদেশের শওকত খানুম হাসপাতালে ভরতি রয়েছেন ওই যুবক। গুলিতে জখম হওয়ার ফলে তাঁর পা ভেঙে গিয়েছে।

[আরও পড়ুন: আন্দোলনের মঞ্চে মিলল জীবনসঙ্গী! SSC ধরনা মঞ্চ থেকে বিয়ের পিড়িতে খুকুমণি-মিঠুন]

বৃহস্পতিবার বিকেলে ‘রিয়েল ফ্রিডম’ পদযাত্রায় হুডখোলা গাড়িতে ছিলেন ইমরান খান। গাড়ির একেবারে সামনে থেকে তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়া হয়। আততায়ীর ঠিক পিছনেই ছিলেন এই যুবক। আততায়ীর হাত ধরে বন্দুক অন্যদিকে সরিয়ে দেন, ফলে লক্ষ্যভ্রষ্ট হয় আততায়ী। সঙ্গে সঙ্গে পিস্তল ফেলে দৌড়তে শুরু করে বন্দুকবাজ। পিছনে ছোটেন যুবকও। আততায়ীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন ইবতিসাম। তাঁর এই দুঃসাহসিকতায় ধন্য ধন্য পাকিস্তানজুড়ে।

ইমরানকে বাঁচানোর পরই তাঁকে বলতে শোনা গিয়েছিল, “প্রথমবার গুলি চালানোর পরই আততায়ীকে আমি দেখতে পেয়ে গেছিলাম। পরের বার গুলি ছোঁড়ার আগেই ওকে ধাক্কা দিই। সঙ্গে সঙ্গে বন্দুক ফেলে ও ছুটতে শুরু করে।” এরপরই তাঁর সংযোজন, “খান সাহেব, যতদিন বেঁচে আছি, গায়ে আঁচ আসতে দেব না।”

এদিকে পাকিস্তানের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা PEMRA সমস্ত টিভি চ্যানেলকে নির্দেশ দিয়েছে ইমরান খানের কোনও বক্তৃতা ও সাংবাদিক সম্মেলনের সরাসরি সম্প্রচার করা যাবে না। এমনকী, পুনঃসম্প্রচারও করা যাবে না।

[আরও পড়ুন: বেপরোয়া গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা, সাইরাস মিস্ত্রির মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক চালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement