shono
Advertisement

Breaking News

কার্ড হারিয়ে ফেলেছেন? এবার মোবাইল ব্যবহার করেই ATM থেকে তুলুন টাকা!

জেনে নিন পদ্ধতি।
Posted: 07:17 PM Nov 10, 2022Updated: 07:17 PM Nov 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তুলতে গিয়ে টের পেলেন এটিএম কার্ড বাড়িতে ফেলে এসেছেন। কিংবা কার্ড হারিয়ে ফেলেছেন, এখনও নতুন কার্ড হাতে আসেনি। কী করবেন তাহলে? কার্ড ছাড়া টাকা তুলবেন কীভাবে? জানেন, ফোনের মাধ্যমেই এটিএম থেকে তুলতে পারেন টাকা। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? জেনে নিন পদ্ধতি।

Advertisement

জেনে নিন কার্ড ছাড়া টাকা তোলার পদ্ধতি-

১. প্রথমে যে কোনও এটিএমে যান।
২. বেছে নিন Withdraw অর্থাৎ অপশন।
৩. এবার সিলেক্ট করুন ইউপিআই (UPI) অপশন।
৪. এবার এটিএমের ডিসপ্লে-তে ভেসে উঠবে কিউআর কোড অপশন।
৫. এবার নিজের ফোনের ইউপিআই অ্যাপটি খুলুন। এটিএম মেশিনের ডিসপ্লে-তে ভেসে ওঠা কোডটি স্ক্যান করুন।
৬. যে পরিমাণ টাকা তুলতে চান, তা বেছে নিন। তবে এভাবে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তুলতে পারবেন।
৭. ইউপিআই পিনটি দিন, প্রসিড বটনে ক্লিক করুন।
৮. ব্যস এবারই পেয়ে যাবেন ক্যাশ টাকা।

[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমেও অপ্রতিরোধ্য ঘাসফুল, বীরভূম সমবায় ব্যাংকের নির্বাচনে বিনা লড়াইয়ে জয়ী TMC]

প্রসঙ্গত, এই পদ্ধতিতে টাকা তোলা হলে সাধারণত গ্রাহককে কোনও অতিরিক্ত অর্থ দিতে হয় না। তবে অন্য ব্যাংকের কার্ড ব্যবহারে যা চার্জ কাটা হয়, ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও তা একই। একই ব্যাংকের এটিএমের ক্ষেত্রে ৫ বার ও অন্য ব্যাংকে তিনবার গ্রাহকেরা বিনামূল্যে টাকা তুলতে পারেন। তারপর প্রতি ট্রান্সাকশানের জন্য গুনতে হয় ২১ টাকা।

[আরও পড়ুন: পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত শান্তিনিকেতন, বিশ্বভারতীর উপাচার্যকে ঘিরে বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement