shono
Advertisement

NRC’র পালটা NRU, বেকারত্বের তথ্য সংগ্রহ করতে ঘরে-ঘরে যাবেন কংগ্রেস কর্মীরা

NRU হল ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়মেন্ট। The post NRC’র পালটা NRU, বেকারত্বের তথ্য সংগ্রহ করতে ঘরে-ঘরে যাবেন কংগ্রেস কর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:34 PM Jan 23, 2020Updated: 05:11 PM Jan 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় নাগরিকপঞ্জির পালটা জাতীয় বেকারপঞ্জি। এবার দেশজুড়ে বেকারত্ব বৃদ্ধিকে হাতিয়ার করে মাঠে নামল কংগ্রেস।NRC-NPR তৈরির কায়দায় এবার ঘরে-ঘরে গিয়ে কংগ্রেস কর্মীরা বেকারত্বের তথ্য সংগ্রহ করবে। আর সেই তথ্যকে পুঁজি করেই কেন্দ্রের NRC-NPR-CAA’র বিরুদ্ধে পালটা আন্দোলনে নামবেন তাঁরা। 

Advertisement

দেশজুড়ে বাড়ছে বেকারত্ব। একদিকে যেমন চাকরি হারাচ্ছে বহু মানুষ। আবার নতুন করে চাকরি পাওয়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এমনকী চাকরি না পয়েছে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে বহু মানুষ। সম্প্রতি NCRB ২০১৮ সালের আত্মহত্যার রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে বেকার যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। রিপোর্ট বলছে, বেকারদের আত্মহত্যার হার বেড়েছে। গোটা বছরে ১২ হাজার ৯৩৬ জন বেকার আত্মঘাতী হয়েছেন। যা সারা বছরের মোট আত্মহত্যার ৯.৬ শতাংশ। ২০১৭ সালে আত্মঘাতী হয়েছিলেন ১২ হাজার ২৪১ জন।  রিপোর্টে দেখা গিয়েছে, আত্মঘাতী বেকারদের মধ্যে ৮২ শতাংশই পুরুষ। এই রিপোর্টে উঠে আসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কেরলে সবচেয়ে বেশি সংখ্যক কর্মহীনরা (১৫৮৫) আত্মঘাতী হয়েছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু (১৫৭৯), মহারাষ্ট্র (১২৬০), কর্নাটক (১০৯৪) ও উত্তরপ্রদেশ (৯০২)। এদিনই আরেকটি তথ্য সামনে এসেছে। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে ৭ লক্ষ পদ ফাঁকা রয়েছে।  এর মধ্যে গ্রুপ সি বিভাগে শূন্যপদ রয়েছে ৫ লাখ ৭৫ হাজার। গ্রুপ বি-তে ফাঁকা রয়েছে ৯০ হাজার পদ। আর গ্রুপ এ বিভাগে খালি পড়ে ২০ হাজার পদ। দ্রুত এই পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। 

[আরও পড়ুন : ‘যাঁর সেখানে ইচ্ছে যেতে পারেন’, CAA ঘিরে দলীয় কোন্দলে বার্তা নীতীশের]

২৩ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে বেকারপঞ্জি তৈরির কাজ শুরু করল যুব কংগ্রেস। নাম দেওয়া হয়েছে  National Register of Unemployed বা NRU। দলীয় সূত্রে খবর, স্থানীয় যুব কংগ্রেসের কর্মীরা বাড়ি-বাড়ি যাবেন। পরিবার পিছু আয়, কতজন বেকার রয়েছে ও তাঁদের শিক্ষাগত যোগ্যতা রেজিস্ট্রারে নথিভুক্ত করবে। যুব কংগ্রেসের অভিযোগ, দেশজুড়ে বেকারত্বের সমস্যা বাড়ছে। অথচ সেদিকে নজর নেই মোদি সরকারের। বরং ধর্মের নামে দেশ ভাগ করতে ব্যস্ত বিজেপি সরকার। এবার তাদের পালটা মাত দিতে বেকারত্ব নিয়ে পথে নামছে কংগ্রেস। এপ্রসঙ্গে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট বিভি শ্রীনিবাস বলেন, “দেশের যুব সম্প্রদায় বেকারত্বের জ্বালায় জ্বলছে। আমরা শুধু তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।” সূত্রের খবর, ২৮ জানুয়ারি থেকে এই কর্মসূচিতে অংশ নেবেন রাহুল গান্ধি।

The post NRC’র পালটা NRU, বেকারত্বের তথ্য সংগ্রহ করতে ঘরে-ঘরে যাবেন কংগ্রেস কর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement