shono
Advertisement

দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র খিদিরপুর, বাসে আগুন-পালটা লাঠিচার্জ পুলিশের

উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়ে। The post দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র খিদিরপুর, বাসে আগুন-পালটা লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:59 PM Jan 10, 2020Updated: 02:05 PM Jan 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র খিদিরপুরের রিমাউন্ট রোড। তিনটি বাস রেষারেষি করতে গিয়ে এক যুবককে পিষে দেয়। উত্তেজিত জনতা বাস ভাঙচুরের পর ওই তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়েন বিক্ষোভকারীরা। তাতে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী।

Advertisement

শুক্রবার বেলা একটা নাগাদ খিদিরপুরের রিমাউন্ট রোড দিয়ে যাচ্ছিল ১২সি, ১২সিএ/১/এ এবং ২৫৯ বাস। যাত্রী তোলার জন্য দু’টি বাস রেষারেষি করছিল। সেই সময় অরুণ ভার্মা নামে এক যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে আসা একটি বাস সজোরে ওই যুবককে ধাক্কা মারে। তিনি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়েন। তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রায় সবসময়ই রিমাউন্ট রোড দিয়ে রেষারেষি করেন বাসচালকরা। পুলিশ দেখভালের দায়িত্বে থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার জেরেই যুবকের মৃত্যু হয়েছে। এই অভিযোগে রিমাউন্ট রোডে ১২সি, ১২সিএ/১/এ এবং ২৫৯ রুটের তিনটি বাসে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। এরপর দেহ ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

[আরও পড়ুন: কতটা বিপজ্জনক ছিল বিস্ফোরক, খতিয়ে দেখতে আজ নৈহাটিতে ফরেন্সিক বিশেষজ্ঞরা]

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ছোঁড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত দুর্ঘটনায় নিহত ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

The post দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র খিদিরপুর, বাসে আগুন-পালটা লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement