shono
Advertisement

পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই

চারিদিকে বরফঢাকা পিরপঞ্জল পর্বতশ্রেণির মধ্যে সবুজ ঢাকা শান্ত উপত্যকা, এই নিয়ে জম্মু-কাশ্মীরের বাদগাম জেলার যুসমার্গ৷ শ্রীনগর থেকে দূরত্ব ৪৭ কিলোমিটার৷ The post পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই appeared first on Sangbad Pratidin.
Posted: 01:23 PM May 24, 2016Updated: 03:29 PM Mar 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিকে বরফঢাকা পিরপঞ্জল পর্বতশ্রেণির মধ্যে সবুজ ঢাকা শান্ত উপত্যকা, এই নিয়ে জম্মু-কাশ্মীরের বাদগাম জেলার যুসমার্গ৷ শ্রীনগর থেকে দূরত্ব ৪৭ কিলোমিটার৷ অসাধারণ প্রাকৃতিক শোভামণ্ডিত ২৩৭৭ মিটার উচ্চতার যুসমার্গে প্রকৃতি প্রেমিক, ভ্রমণরসিকদের সংখ্যা কয়েক বছর আগেও ছিল নগন্য৷ ক্রমে বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের সংখ্যা৷

Advertisement

কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—

শ্রীনগর থেকে যুসমার্গ গিয়ে দিনের দিনই ফিরে আসা যায়, তবে ভাল হয় যদি একদিন থাকতে পারেন৷ থাকার জন্য আছে রাজ্য পর্যটন দফতরের হোটেল৷ শীতের সময় বরফের আধিক্যর জন্য বন্ধ থাকে রাস্তা৷ তাই শীত এবং বর্ষা এড়িয়ে সারা বছরই যাওয়া যায় যুসমার্গে৷ শ্রীনগর থেকে বেসরকারি গাড়ি অথবা ট্যাক্সিতে করে পৌঁছনো যায় যুসমার্গে৷ তবে যাওয়ার আগে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি জেনে রাখবেন৷

কী দেখবেন—

আমির খুসরুর বিখ্যাত ফারসি পংক্তি—“অগর ফিরদৌস বার রু-ই জমিন আস্ত/হামিন আস্ত-ও হামিন আস্ত-ও হামিন আস্ত৷” বাংলায় অনুবাদ করলে যার মানে দাঁড়ায় ‘পৃথিবীতে কোথাও যদি স্বর্গ থাকে তবে এটিই সেটা৷’ যুসমার্গে এলে মনে হয় এই পংক্তিটি যুসমার্গের অনিন্দ্যসুন্দর প্রকৃতির কথা মাথায় রেখেই লেখা হয়েছিল৷

চারিদিকে পাইন, পপলারের বন, উত্তঙ্গ বরফঢাকা পাহাড়, সবুজ ময়দান আর নীল আকাশ যুসমার্গকে অপরূপ করেছে৷ শ্রীনগর থেকে যুসমার্গ যাওয়ার পথে ৩০ কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত সুফি গায়ক শেখ নুরউদ্দিনের সমাধি৷ জায়গাটির নাম চারার-ই-শরিফ৷ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দর্শনের জন্য আসে এখানে৷ ১৪৬০ সালে নির্মিত হয় এটি৷ এরপর দেখা যায় ঢেউ খেলানো উপত্যকা, বরফঢাকা পাহাড়৷ ঘোড়ায় চড়ে ঘুরে দেখে আসা যায় দুধগঙ্গা এবং নীলগঙ্গা৷

এছাড়া দেখুন মানসবল হ্রদ৷ এক মাইল লম্বা, দেড় মাইল চওড়া মানসবল হ্রদ৷ সম্রাট শাহজানের ছোট মেয়ে রোশনারার প্রিয় ছিল হ্রদটি৷ শীতে পরিযায়ী পাখির মেলা বসে এখানে৷ এছাড়া অবশ্যই দেখুন উলার হ্রদ৷ ১৮৫০ মিটার উঁচুতে ৩০ মিটার গভীর ১২৫ কিলোমিটার আয়তনের ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক৷ চারিদিকে পাহাড় ঘেরা শান্ত পরিবেশ৷ যাবেন নাকি তাই একবার স্বল্পপরিচিত যুসমার্গে?

The post পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement