shono
Advertisement

আসন্ন ওয়ানডে সিরিজে নেতা বিরাটই, ঠাঁই হল না যুবির

যুবি ভক্তদের এবারের মতো হতাশই হতে হল। The post আসন্ন ওয়ানডে সিরিজে নেতা বিরাটই, ঠাঁই হল না যুবির appeared first on Sangbad Pratidin.
Posted: 09:48 PM Aug 13, 2017Updated: 04:18 PM Aug 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দল নির্বাচনে মূলত দুটি বিষয় ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল। এক, বিরাট কোহলিকেই নেতার ভূমিকায় দেখা যাবে কিনা। এবং দুই, দলে কি কামব্যাক করবেন যুবরাজ সিং? উত্তর মিলল রবিবার রাতে। প্রথমটির উত্তর ‘হ্যাঁ’ হলেও যুবি ভক্তদের এবারের মতো হতাশই হতে হল। কারণ আসন্ন পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টির জন্য দলে জায়গা হল না পাঞ্জাব দা পুত্তরের।

Advertisement

শোনা যাচ্ছিল, টানা ম্যাচ খেলে ক্লান্ত অধিনায়ক কোহলি। তাই দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁকে বিশ্রামে রাখতে পারেন এমএসকে প্রসাদের নির্বাচন কমিটি। সে জায়গায় নেতার দায়িত্ব দেওয়া হত রোহিত শর্মাকে। রোহিত দলে ফিরলেও নেতা অপরিবর্তিতই থাকছেন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামিকে। কিন্তু ভারতীয় সমর্থকদের কাছে সবচেয়ে বড় ধাক্কা হল ১৫ জনের দলে যুবরাজ সিংয়ের সুযোগ না পাওয়া। শেষ ছ’টি ওয়ানডেতে তাঁর সংগ্রহ ১০৯ রান। আর ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে আসন্ন সিরিজে ইয়ং ক্রিকেটারদের দিয়েই দল সাজাতে চেয়েছিলেন নির্বাচকরা। তাই ঠাঁই পেলেন না যুবি-রায়নারা। এককালের দাপুটে অলরাউন্ডারের বিদায় ঘণ্টা তাহলে বেজেই গেল। এমনটাই অন্তত ধারণা ক্রিকেটমহলের।

[হোয়াইটওয়াশ শুধু সময়ের অপেক্ষা, ইতিহাসের দোরগোড়ায় ভারত]

২০ আগস্ট ডাম্বুলাতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। ইতিমধ্যেই টেস্ট সিরিজ পকেটে পুরে ফেলেছে বিরাটবাহিনী। এখন শুধু চাণ্ডিমালদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার পালা। টেস্টে নজির গড়তে চলা ক্যাপ্টেন কোহলির উপরই তাই একদিনের সিরিজের দায়িত্ব দিলেন নির্বাচকরা। এদিকে টেস্টের পর ওয়ানডেতে খেলার সুযোগ পেলেন লোকেশ রাহুল। দলে নেওয়া হয়েছে মণীশ পাণ্ডেকে। এছাড়া চমক হিসেবে ১৫ জনের দলে রয়েছেন, অক্ষর প্যাটেল ও মু্ম্বইয়ের পেসার শারদুল ঠাকুর।

শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডের বাইশ গজে নেমেছিল ভারত। সেবার পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জেতে ধোনিবাহিনী। ধোনির সেই ধারাকেই বজায় রাখতে বদ্ধপরিকর কোহলি। একনজরে দেখে নেওয়া যাক ১৫ জনের ভারতীয় দল।

[চোটের ধাক্কায় শেষ দৌড়ে ছন্দপতন, ট্র্যাককে বিদায় বোল্টের]

The post আসন্ন ওয়ানডে সিরিজে নেতা বিরাটই, ঠাঁই হল না যুবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement