shono
Advertisement

Breaking News

‘ইসলামের শত্রুরাই আমার বিরোধিতা করছে’, বিস্ফোরক জাকির নায়েক

ভারতের বিরুদ্ধে ক্ষোভ বিতর্কিত এই ধর্ম প্রচারকের৷ The post ‘ইসলামের শত্রুরাই আমার বিরোধিতা করছে’, বিস্ফোরক জাকির নায়েক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:19 PM Dec 02, 2018Updated: 05:57 PM Dec 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারতকে নিশানা করল বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক৷ এদেশ থেকে পালিয়ে বর্তমানে মালয়েশিয়ায় আত্মগোপন করেছে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই মৌলবাদী নেতা৷ সেখান থেকেই ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে জাকির৷ জানিলেন, সে কোনও আইনভঙ্গ করেনি৷ ইচ্ছাকৃত ভাবে তাকে টার্গেট করা হয়েছে এবং তাকে টার্গেট করেছে ‘ইসলামের শত্রুরা’৷

Advertisement

[মেক্সিকোয় মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, বরাতজোরে রক্ষা ট্রাম্পকন্যার]

শনিবার মালয়েশিয়ার কানগারের গোপন আস্তানা থেকেই ভারত ও পশ্চিমি দেশগুলির বিরুদ্ধে শ্লেষ উগরে দিয়েছে জাকির নায়েক৷ উগ্র মৌলবাদের এই প্রচারকের দাবি, শান্তি ও মানবতার প্রচার করত সে৷ ভারত-সহ পশ্চিমের দেশগুলি তার বিরোধিতা করেছে৷ কারণ, এরা সকলেই আসলে শান্তি ও মানবতার বিরোধী৷ এদের মূল লক্ষ্যই হল ইসলামের প্রচার বন্ধ করা৷ ইসলাম ধর্মের নামে বিদ্বেষ প্রচার এবং সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদত দেওয়ায় অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে৷ ইসলাম ধর্ম প্রচারের নামে উগ্র মৌলবাদের প্রচার করত সে এবং সেই উদ্দেশ্যেই ‘পিস টিভি’ একটি টেলিভিশন চ্যানেলও চালাত৷ যেখানে উসকানিমূলক বার্তা দেওয়ার পাশাপাশি, মানুষের বিশেষ করে যুব সম্প্রদায়ের মগজ ধোলাইয়েরও কাজ চলত৷

[জি-২০ বৈঠকের আগে মোদির বর্ণবিদ্বেষমূলক কার্টুন, তুঙ্গে বিতর্ক]

২০১৬-তে ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছিল বিতর্কিত এই ইসলাম ধর্মপ্রচারকের৷ ‘পিস টিভি’-তে নায়েকের বিদ্বেষমূলক ভাষণ শুনেই সন্ত্রাসী কার্যকলাপে উদ্বুদ্ধ হয়েছিল ওই হামলার সঙ্গে যুক্ত দুই জঙ্গি৷ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ভারত৷ তদন্তে সামনে আসতে থাকে একের এক চাঞ্চল্যকর তথ্য৷ প্রকাশ্যে আসে সন্ত্রাসবাদে মদতদাতা এই স্বঘোষিত ধর্ম প্রচারকের একের পর এক কুকীর্তি৷ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে তার প্রতিষ্ঠিত সংস্থা কীভাবে সন্ত্রাসীদের অর্থ সাহায্য করত তা প্রকাশ্যে আসে৷ কেবল অর্থ সাহায্যই নয়, জেহাদি কাজকর্মের হাতেখড়ি দেওয়া হত তার সংস্থায়৷ এরপরই, পিস টিভি ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত ও বাংলাদেশ সরকার৷ নায়েককে নিষিদ্ধ ঘোষণা করে ভারত, বাংলাদেশ, ব্রিটেন-সহ একাধিক দেশ৷ এরপর থেকেই দেশ ছেড়ে পালিয়ে যায় নায়েক৷ বর্তমানে মালয়েশিয়ায় আত্মগোপন করেছে সে৷ তাকে দেশে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরেই মালয়েশিয়া সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বিদেশমন্ত্রক৷

The post ‘ইসলামের শত্রুরাই আমার বিরোধিতা করছে’, বিস্ফোরক জাকির নায়েক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement