সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই উত্থান-পতন। পরিকল্পনামাফিক কোনওদিনই এগোয় না জীবন। বরং বলা যায়, অধিকাংশক্ষেত্রেই যা কল্পনাও করা হয় না এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে হয়। তবু ভবিষ্যৎ জানার আগ্রহ তো সকলেরই থাকে। সেক্ষেত্রে ভরসা জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব। কারণ, পুরোপুরি না হলেও কী হতে পারে তার ইঙ্গিত মেলে। চলুন আজ জেনে নেওয়া যাক ৬ জন্মসংখ্যার জাতকদের নতুন বছর অর্থাৎ ২০২৬ কেমন যেতে পারে (2026 Numerology Prediction), কোন ক্ষেত্রে পথ সুগম, কোন ক্ষেত্রে মিলতে পারে বাধা।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ রবির। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। আর ৬ সংখ্যাটি হল শুক্রের। জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব বলে, রবির শত্রু শুক্র। তবে তাতে বিশেষ চিন্তার কোনও কারণ নেই। সতর্ক থাকলে স্বাভাবিক ছন্দেই কাটবে জীবন। জানা যাচ্ছে, আগামীবছর কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাবেন ৬ জন্মসংখ্যার জাতকরা। তবে অলসতা ত্যাগ করে পরিশ্রম করতেই হবে। বিদেশযাত্রার স্বপ্নও পূরণ হতে পারে এবছর। তবে ব্যাক্তিগত জীবন হোক বা অফিস, কোনওক্ষেত্রেই তর্কে জড়ানো যাবে না। তাতে নিজেরই ক্ষতি। অর্থ নিয়ে বিশেষ চিন্তার কোনও কারণ নেই। ব্যয়ে রাশ টানতে পারলে সঞ্চয়ও করতে পারবেন। তবে কোথাও খরচ করছেন তা বুঝে করবেন।
অর্থ-কর্ম ভালো হলেও এবছর সম্পর্ক নিয়ে একটু ভুগতে হতে পারে এই জন্মসংখ্যার জাতকদের। প্রেম হোক বা বন্ধুত্ব, পরিবার, সম্পর্ক এবছর আপনাকে জীবনের পাঠ শেখাবে। ভুল বোঝাবুঝির প্রবল সম্ভাবনা। সরাসরি কথা না বলে এড়িয়ে গেলে তা বিরাট আকার নিতে পারে। এবছরই বুঝতে পারবেন কারা সত্যিই আপনার আপনজন। সম্ভাবনা রয়েছের বিচ্ছেদের। একইভাবে যারা এখনও ব্যাচেলর, তাঁরা দেখা পেতে পারেন সঙ্গীর। শরীরের দিকেও নজর দিতে হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল না দিয়ে শুধু কাজে নিজেকে ডুবিয়ে দেবেন না ভুলেও। এবছরে প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখুন শরীর, ব্যস কেল্লাফতে। সতর্ক থাকলে চিন্তার কোনও কারণ নেই।
[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
