shono
Advertisement
Ajekr Rashifal

৩১ জানুয়ারি রাশিফল: মোবাইল কিংবা দামি সামগ্রী হারানোর সম্ভাবনা, কী রয়েছে আপনার ভাগ্যে?

Daily horoscope: মাসের শেষদিনে কী রয়েছে আপনার ভাগ্য়ে?
Published By: Sayani SenPosted: 12:06 AM Jan 31, 2026Updated: 12:06 AM Jan 31, 2026

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ রাশি: কোনও সমস্যা নিয়ে মেজাজ হারাবেন না। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। সম্পর্কের জটিলতায় দূর হওয়ার সম্ভাবনা। আর্থিক উন্নতিও হতে পারে। সাবধানে পা ফেলে এগোন। নইলে বড়সড় বিপদ হতে পারে।

বৃষ রাশি: ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না। তাতে কাছের লোকজনের সঙ্গে অশান্তি হতে পারে। হঠাৎ করে কারও থেকে কিছু উপহার পেতে পারেন। তা বলে তাকে আপনার কাছের মানুষ বলে বিশ্বাস করবেন না।

মিথুন রাশি: কে কী বলল তা নিয়ে অযথা ভাবনাচিন্তা করবেন না। তাতে মানসিক চাপ তৈরি হবে। নিজের মতো চলুন। নিজের মতো করে এগিয়ে চলুন। অনটন কেটে আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে।

কর্কট রাশি: জীবনে সমস্যা আসবেই। ভেঙে পড়বেন না। শক্ত হাতে পরিস্থিতি সামাল দিন। বহুদিন যোগাযোগ নেই এমন কারও সঙ্গে আচমকা সাক্ষাতের সম্ভাবনা। লটারি কাটলে হতে পারে বিপুল লক্ষ্মীলাভ। তবে বিনিয়োগ করবেন না।

সিংহ রাশি: সন্তানকে নিয়ে মানসিক চাপ দূর হতে পারে। কাছের মানুষের উপর থেকে বিশ্বাস হারাবেন না। সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়ে চলুন। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। নইলে বড় কোনও সমস্যা হতে পারে।

কন্যা রাশি: জোর করে কিছু মেনে নেবেন না। যা আপনি পছন্দ করেন, তা-ই করুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। চেনা পরিচিতর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। মোবাইল কিংবা দামি কোনও সামগ্রী হারানো সম্ভাবনা। সাবধানে চলুন।

তুলা রাশি: কাছের কোনও মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অল্প কথা শুনে কারও প্রতি বিশ্বাস হারাবেন না। কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করুন। দীর্ঘদিনের পাওনা টাকা ফেরত পেতে পারেন।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কাজের চাপ আরও বাড়তে পারে। লক্ষীদেবী আজ আপনার প্রতি বেশ প্রসন্ন। বাড়তে পারে বেতনও। পরিবারের সঙ্গে সময় কাটান। দাম্পত্য সুখ বজায় থাকবে।

ধনু রাশি: সন্তানের পড়াশোনা নিয়ে মানসিক চাপ কমতে পারে। আয় বাড়বে। আধ্যাত্মিকতা জাগতে পারে। দূরভ্রমণের যোগ রয়েছে। বিদেশ যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মকর রাশি: সব কিছু ঠিক হতেই হবে তা নয়। ভুল থেকে শিক্ষা নিন। কাজে ভুলভ্রান্তির জন্য ভেঙে পড়বেন না। লটারি থেকে হঠাৎ অর্থাগম হতে পারে। তবে বিনিয়োগ করতে যাবেন না।

কুম্ভ রাশি: টাকা নিয়ে কারও সঙ্গে অশান্তিতে জড়াবেন না। লটারি কেটে লাভবান হতে পারেন। বিনিয়োগ না করাই ভালো। চাকরিক্ষেত্রে বাড়তি সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে কাটতে পারে গোটা দিন।

মীন রাশি: পুরনো প্রেম ফের জীবনে ফিরতে পারে। তাই বলে প্রেমের জোয়ারে ভাসবেন না। আপনার আশপাশে থাকা সকলের কথা ভেবে দেখুন। আর্থিক ব্যয় বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement