shono
Advertisement
Ajker Rashifal

২১ আগস্ট রাশিফল: চাকরিতে পদোন্নতির যোগ কর্কট জাতকের, বাকিদের ভাগ্যে কী আছে?

জেনে নিন আজকের রাশিফল।
Published By: Buddhadeb HalderPosted: 12:01 AM Aug 21, 2025Updated: 12:19 PM Aug 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রতিটি দিন নতুন সকাল নিয়ে আসে। সঙ্গে নতুন আশা। গতকাল খারপ গেলেও আজ ভালো কাটবে, সেই আশাতেই টেকে সংসার! দিন ভালো যাবে নাকি, কোনও সমস্যার মুখোমুখি হতে হবে রাশিফল সেই ইঙ্গিতই দেয়। দেখে নিন কেমন কাটবে আজকে আপনার দিন (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। নতুন কিছু শেখার সুযোগ পাবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন। গাড়ি চালকেরা সাবধানতা অবলম্বন করুন।

বৃষ রাশি: কোনও শখের পিছনে সময় ব্যয় করতে পারেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: কর্মজীবনে উন্নতির যোগ। আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছলতা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে খাদ্যাভ্যাসে। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।

কর্কট রাশি: চাকরিতে পদোন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ আসতে পারে। ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। বিশ্বস্ত কাউকে নিজের মনের কথা খুলে বলার সুযোগ পাবেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে দিনটি শুভ। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি: নতুন বন্ধু তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। বুঝে খরচ করুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন। নিজের ক্রোধকে সংবরণ করুন।

তুলা রাশি: কোনও পুরনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারে শান্তি বজায় থাকবে। ব্যবসায় লাভের সুযোগ রয়েছে।

বৃশ্চিক রাশি: সঞ্চয়ের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আসবেই। পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন।

ধনু রাশি: বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে মানসিক চাপ বাড়তে পারে, তাই মেডিটেশন বা যোগাভ্যাস করতে পারেন। পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর দিন।

মকর রাশি: দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। নতুন কিছু শেখার সুযোগ মিলবে। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।

কুম্ভ রাশি: নিজের বুদ্ধি ও ধৈর্যের উপর আস্থা রাখুন। আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। পরিবারে ছোটদের স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক শান্তি বজায় রাখতে প্রকৃতির কাছাকাছি সময় কাটান। ভ্রমণের জন্য দিনটি শুভ। 

মীন রাশি: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। বাতের ব্যথায় কষ্ট পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতকাল খারপ গেলেও আজ ভালো কাটবে, সেই আশাতেই টেকে সংসার!
  • দিন ভালো যাবে নাকি, কোনও সমস্যার মুখোমুখি হতে হবে রাশিফল সেই ইঙ্গিতই দেয়।
  • দেখে নিন কেমন কাটবে আজকে আপনার দিন (Ajker Rashifal)।
Advertisement