shono
Advertisement
Ajker Rashifal

২৮ জুলাই রাশিফল: মিথুন রাশির জাতকরা শব্দ প্রয়োগে সাবধান হন, বাকিদের ভাগ্যে কী আছে?

কেমন কাটবে আজকে আপনার দিন?
Published By: Subhankar PatraPosted: 12:01 AM Jul 28, 2025Updated: 01:55 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

মেষ রাশি: কোনও বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে নেওয়া কোনও পদক্ষেপ আগামীতে ভালো খবর নিয়ে আসবে।

বৃষ রাশি: সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, এই কথা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততটাই মঙ্গল। অত্যাধিক কাজে দেহে ক্লান্তি আসতে পারে। অযথা চিন্তা-ভাবনা করবেন না। যা স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

মিথুন রাশি: শব্দ প্রয়োগে সাবধান হন। আপনার কথা অন্য কারোর খারাপ লাগতে পারে। তা ঝগড়ার রূপ নিতে পারে। দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে।

কর্কট রাশি: ইতিবাচক চিন্তা ভাবনা করুন। পজিটিভ চিন্তা বিপদ থেকে উদ্ধার করবে। আপনার অভিজ্ঞতা কর্মক্ষেত্রে কাজে আসবে। দিনের শেষে নিজের জন্য সময় বার করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজকে সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে। মাথা গরম করবেন না। দিনের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন। তাতে মন ফুরফুরে হবে।

কন্যা রাশি: আজকের দিনটি আপনার অনুকূলেই থাকবে। দিনটি ভালো সুযোগ নিয়ে আসবে। সকলের মধ্যে আলাদা স্থান করে নিতে পারবেন। নিজের জার্নি উপভোগ করুন।

তুলা রাশি: হৃদয়ের কথা শুনুন। ফুরফুরে একটি দিন। হালকা মেজাজে থাকুন। আজকে ব্যয় বাড়তে পারে। সব বিষয়ে কথা বলবেন না। মাঝে মাঝে চুপ থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশি: আজকে মনের কথা লুকিয়ে রাখবেন না। কেউ সাহায্য চাইতে পারে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে আলোচনা করুন।


ধনু রাশি: স্ত্রীর সঙ্গে পুরনো ঝামেলা মিটে যাবে। পরিবারে শান্তি বজায় থাকবে। কোনও কথা ধৈর্য ধরুন শুনুন। দিনটি মোটের উপর ভালোই কাটবে।

মকর রাশি: দিনটি আপনার সামনে কিছু সমস্যা নিয়ে আসবে। তবে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। মেজাজ হারাবেন না। অপেক্ষা করতে শিখুন।

কুম্ভ রাশি: প্রয়োজন অনুসারে পদক্ষেপ নিন। লক্ষ্যের প্রতি মনযোগ করুন। কাছের মানুষরা আপনার কাছে সাহায্য চাইতে পারে।

মীন রাশি: কাছের কোনও মানুষের আচরণ খারাপ লাগতে পারে। চাকরি ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। উপকার পেতে তুলসি গাছে দুধ ঢালুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল।
  • সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র।
  • কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল।
Advertisement