shono
Advertisement

 হাতের রেখায় ‘অর্ধচন্দ্র’! জানেন আপনি কেমন মানুষ?

কীভাবে হাতের রেখা বলে দিতে পারে মানুষের প্রকৃতি? The post  হাতের রেখায় ‘অর্ধচন্দ্র’! জানেন আপনি কেমন মানুষ? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Jun 08, 2016Updated: 03:27 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের রেখায় কি লেখা থাকে কিছু? নইলে কী করে রেখাতেই ধরা পড়ে মানুষের প্রকৃতি! আসলে অনেকেই এ জিনিস বিশ্বাস করেন না৷ বিশ্বাস না হওয়ার কারণ অনেকেই গূঢ় ব্যাপারটা জানেন না৷ তবে যিনি পড়তে জানেন তিনিই জানেন৷ সত্যিই হয়ত কিছু লেখা থাকে না, কিন্তু এ এক প্রাচীন বিদ্যা৷ সমীক্ষা চালিয়ে যেভাবে মানুষের ব্যবহার-প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছন সমীক্ষকরা, ঠিক সেভাবেই দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করেই হাতের রেখায় মানুষের প্রকৃতি সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাই কিছু লেখা থাকুক বা না থাকুক, হাতের রেখা বলে দিতে পারে আপনি কেমন মানুষ৷

Advertisement

কীভাবে হাতের রেখা বলে দিতে পারে মানুষের প্রকৃতি? আসুন হাতেকলমে পরীক্ষা করেই দেখা যাক৷

দুই হাতের তালু পাশপাশি রেখে দেখুন৷ দেখুন, দুটি হাতের রেখা মিলে মাঝামাঝি একটি অর্ধচন্দ্রের আকৃতি তৈরি করছে কি না৷ কনিষ্ঠার একটু নীচ থেকে যে রেখাটি  বেরিয়ে হাতের তালুর মাঝের দিকে এগোচ্ছে সেটিকে বলা হয় ‘হার্টলাইন’৷ দুই হাতের তালুর এই রেখা বলে দিতে পারে মানুষের প্রকৃতি৷

১) যদি দুটি হাতের তালু মিলিয়ে অর্ধচন্দ্র তৈরি করে তবে, আপনি শক্ত মনের মানুষ৷ নিজের উপর বিশ্বাস আছে আপনার এবং নিজেকে মূল্যায়ণও করতে পারেন আপনি৷  এছাড়া যদি রেখা এরকম হয়, তাহলে এই মানুষ বেশ চার্মিং ও প্রেমিক প্রকৃতির হন৷ কিন্তু নিজের ভালবাসার কথা মুখ ফুটে বলেন না৷

২) যদি এই রেখা দুটো মিলে অর্ধচন্দ্র তৈরি না করে, সরলরেখা তৈরি করে তবে তারও আলাদা অর্থ আছে৷  এরকম হলে আপনি খুব শান্ত প্রকৃতির মানুষ৷ যে কোনও কাজ খুব সহজে করে ফেলতে পছন্দ করেন৷

৩) আর যদি দুটো রেখা পাশপাশি না থাকে? অর্ধচন্দ্র তৈরি না করে উপর-নীচ হয় তাহলে আপনি কী প্রকৃতির?  তাহলে আপনি খুব পরিণত প্রকৃতির মানুষ৷ এবং আপনার সঙ্গে বয়সে বড় মানুষদের সঙ্গেই আপনার বন্ধুত্ব হয় বেশি৷

তত্ত্ব বলছে এ কথাই৷ বহু মানুষকে সমীক্ষা করেই উঠে এসেছে এ তত্ত্ব৷ আপনার সঙ্গে মিলল কি? হাতে-রেখায় পরীক্ষা করেই দেখুন৷

The post  হাতের রেখায় ‘অর্ধচন্দ্র’! জানেন আপনি কেমন মানুষ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার