shono
Advertisement
Horoscope News

সোনা-গয়না কিংবা মূল্যবান জিনিস হারিয়েছে? এই জ্যোতিষ প্রতিকার মানলে ফিরে পাবেনই

হারানো জিনিস ফিরে পাওয়ার অব্যর্থ টোটকা!
Published By: Buddhadeb HalderPosted: 08:07 PM Dec 11, 2025Updated: 08:07 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের জীবনে কতই না মূল্যবান জিনিস থাকে। সোনা, গয়না, টাকা, বা প্রিয় স্মৃতি জড়ানো অন্য কোনও সামগ্রী। কিন্তু আচমকা সেই প্রিয় জিনিসগুলি হারিয়ে গেলে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। জ্যোতিষশাস্ত্র বলছে, সামান্য কয়েকটি সহজ প্রতিকার মেনে চললেই সেই হারানো জিনিস সহজে ফিরে পাওয়া সম্ভব। কীভাবে ঘটবে সেই অসাধ্য সাধন? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

১) যদি সোনা বা গয়না হারিয়ে গিয়ে থাকে, তাহলে দেবী দুর্গার মন্দিরে যান। সেখানে দুটি নারকেল নিবেদন করুন। এর সঙ্গে বটুক ভৈরবের মন্ত্র জপ করুন। দেবী দুর্গা ও বাবা ভৈরবের কাছে একমনে প্রার্থনা করলে দ্রুত ফল মিলবে।

২) টাকা ভর্তি মানিব্যাগ কোথাও হারিয়ে গেলে একটি বিশেষ প্রতিকার রয়েছে। বাড়িতে পদ্ম ফুলের মাঝখানে যজ্ঞ বা হোম করতে পারেন। বিশ্বাস করা হয়, এই যজ্ঞের প্রভাবে হারানো অর্থ দ্রুত ফিরে আসে।

৩) কুণ্ডলীতে রাহু যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে ব্যক্তির কাছ থেকে প্রায়ই প্রয়োজনীয় ও দামি জিনিস হারিয়ে যায়। এমন পরিস্থিতিতে, একটি দূর্বা ঘাসে গিঁট বেঁধে মন থেকে হারানো জিনিসটি ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করুন। ফল মিলবে হাতেনাতে। দূর্বাতে গিঁট বাঁধলে রাহু শান্ত হয়। তাছাড়া জ্যোতিষশাস্ত্রে দূর্বাকে রাহুর উদ্ভিদ হিসেবে দেখা হয়।

৪) যদি অনেক দিন ধরে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে না পান, তবে এই উপায়টি কাজে লাগান। প্রথমে একটি হলুদ কাপড়ে এক টুকরো হলুদ বেঁধে নিন। বাড়ির একটি পরিষ্কার স্থানে এটি রাখুন। এর কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এরপর ‘ওম গণেশে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এবার সেই কাপরটি দিয়ে হারানো জিনিসের সন্ধান করুন, শীঘ্রই সাফল্য পাবেন।

৫) শাস্ত্রে আরও একটি সহজ প্রতিকারের কথা বলা আছে। একটি সাদা রঙের রুমালের ঠিক মাঝখানে একটি মুদ্রা রাখুন। তারপর রুমালটির চার কোণায় গিঁট বাঁধুন। বিশ্বাস করা হয়, এই প্রতিকার মন দিয়ে করলে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসটি ফিরে পেতে তা সাহায্য করে। এই প্রতিকারে বহু মানুষ উপকার পেয়ে থাকেন বলে মত প্রচলিত রয়েছে।

এই জ্যোতিষ প্রতিকারগুলি শুধু বিশ্বাস নয়, আপনার মনের জোর বাড়াতেও সাহায্য করবে। তাই হতাশ না হয়ে একবার এই নিয়ম মেনেই দেখুন না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমাদের জীবনে কতই না মূল্যবান জিনিস থাকে।
  • কিন্তু আচমকা সেই প্রিয় জিনিসগুলি হারিয়ে গেলে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক।
  • জ্যোতিষশাস্ত্র বলছে, সামান্য কয়েকটি সহজ প্রতিকার মেনে চললেই হারানো জিনিস ফিরে পাওয়া সম্ভব।
Advertisement