সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের জীবনে কতই না মূল্যবান জিনিস থাকে। সোনা, গয়না, টাকা, বা প্রিয় স্মৃতি জড়ানো অন্য কোনও সামগ্রী। কিন্তু আচমকা সেই প্রিয় জিনিসগুলি হারিয়ে গেলে মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। জ্যোতিষশাস্ত্র বলছে, সামান্য কয়েকটি সহজ প্রতিকার মেনে চললেই সেই হারানো জিনিস সহজে ফিরে পাওয়া সম্ভব। কীভাবে ঘটবে সেই অসাধ্য সাধন? আসুন জেনে নেওয়া যাক।
১) যদি সোনা বা গয়না হারিয়ে গিয়ে থাকে, তাহলে দেবী দুর্গার মন্দিরে যান। সেখানে দুটি নারকেল নিবেদন করুন। এর সঙ্গে বটুক ভৈরবের মন্ত্র জপ করুন। দেবী দুর্গা ও বাবা ভৈরবের কাছে একমনে প্রার্থনা করলে দ্রুত ফল মিলবে।
৪) যদি অনেক দিন ধরে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে না পান, তবে এই উপায়টি কাজে লাগান। প্রথমে একটি হলুদ কাপড়ে এক টুকরো হলুদ বেঁধে নিন। বাড়ির একটি পরিষ্কার স্থানে এটি রাখুন। এর কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এরপর ‘ওম গণেশে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এবার সেই কাপরটি দিয়ে হারানো জিনিসের সন্ধান করুন, শীঘ্রই সাফল্য পাবেন।
এই জ্যোতিষ প্রতিকারগুলি শুধু বিশ্বাস নয়, আপনার মনের জোর বাড়াতেও সাহায্য করবে। তাই হতাশ না হয়ে একবার এই নিয়ম মেনেই দেখুন না!
