shono
Advertisement
Horoscope

কাটবে শনির প্রভাব! ২০২৫-এ এই দুই রাশির জাতকের জীবনে শুরু নয়া অধ্যায়

কোন দুই রাশির ভাগ্য বদলাবে?
Published By: Subhankar PatraPosted: 09:12 PM Dec 05, 2024Updated: 03:27 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহের রাশি পরির্বতনে সরাসরি প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে। ২০২৫ সালে গ্রহরাজ শনি দেবতা রাশি পরিবর্তন করবেন। ফলে আগামী বছর দুই রাশির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। শনির ধাঁইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন জাতক-জাতিকারা। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, এই বদলের ফলে কর্কট ও বৃশ্চিক এই দুই রাশির জাতকের জীবনে উন্নতি করতে পারবেন।

Advertisement

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মার্চ শনিদেব কুম্ভরাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। এর ফলে বদলে যাবে ধাঁইয়ার গণিত। সিংহ ও ধনু রাশির জাতকদের উপর শনির প্রভাব পড়বে। শনি দেবতার প্রভাব থেকে মুক্তি পাবেন কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা। এই বছর এই দুই রাশির জাতকরা অগ্রগতির সুযোগ পাবে।

কর্কট রাশি: শনির মীন রাশিতে গমনের ফলে কর্কট রাশির জাতক-জাতিকার জীবনে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। কেরিয়ার, আর্থিক, পারিবারিক, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কেটে যাবে।

কেরিয়ারের দিকে তাকালে ব্যবসায়ীরা নতুন আউটলেট খুলতে পারেন অর্থাৎ ব্যবসার সম্প্রসারণ হবে। চাকরিজীবীরা অফিসে নতুন সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে আগের থেকে অবস্থার অনেক উন্নতি হবে। একাধিক পথে আয় হবে। সঞ্চয়ও ভালো হবে। অহেতুক ব্যয় কমে যাবে। পারিবারিক জীবন সুখের হবে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে।

বৃশ্চিক রাশি: গ্রহরাজের রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জীবনে ধাঁইয়ার প্রভাব শেষ হবে। রাশির জাতকদের সম্পত্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেরিয়ারের দিক থেকে দেখলে ব্যবসার সঙ্গে ব্যক্তিরা লাভবান হবেন। চাকুরীজীবীরা নতুন সুযোগ পাবেন। অর্থের সঞ্চয় বাড়বে। বিনিয়োগকারীদের জন্য শুভ সময়। অতীতে করা বিনিয়োগ থেকে লাভ হতে পারে। এক কথায় বললে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে নতুন দিক খুলে যাবে। পরিশ্রম করলে সহজেই শুভফল পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রহের রাশি পরির্বতনে সরাসরি প্রভাব পড়ে বিভিন্ন বিভিন্ন রাশির জাতক-জাতিকার জীবনে।
  • ২০২৫ সালে গ্রহরাজ শনি দেবতা রাশি পরিবর্তন করবেন।
  • ফলে আগামী বছর দুই রাশির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
Advertisement