সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের চাকা ঘুরে বছর শেষের অন্তিম মুহূর্ত হাজির। ভালোমন্দে কাটানো এই বছরটার শেষ মাসটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিচারে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ডিসেম্বরেই স্থান পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। আগামী ১৬ ডিসেম্বর ধনু রাশিতে গোচর হবে সূর্যের। থাকবে ২০২৬-এর ১৪ জানুয়ারি পর্যন্ত। আর এই গোচরের জোরালো প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশিতে। নবগ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী হল সূর্য। সূর্যের এই গমন রাশি বিশেষে জাতক-জাতিকার আর্থিক উন্নতি থেকে শুরু করে জীবিকায় ব্যাপক পদোন্নতি ঘটাবে। বাড়বে সম্পত্তি। হাতে আসবে প্রচুর টাকা। দ্বিগুণ হবে সম্পত্তির পরিমাণ। জেনে নিন এই প্রভাব কোন কোন রাশিতে পড়তে চলেছে।
কর্মজীবনে বড় সাফল্য মিলবে। বিশেষত চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ অত্যন্ত প্রবল। সরকারি কাজ বা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা লাভ করবেন। আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্টের ব্যবসায় বিশেষ উন্নতির যোগ। সঞ্চয় বৃদ্ধি। সম্পত্তি বাড়বে।
আর্থিক দিক থেকে কর্কট রাশির জন্য ডিসেম্বরের এই গোচর অত্যন্ত শুভ। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে পারে। জীবিকার ক্ষেত্রে নতুন ও ইতিবাচক সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। ব্যবসায় আর্থিক লাভ। গাড়ি কেনার যোগ রয়েছে।
সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্য। তাই সূর্যের গোচর এই রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। আত্মবিশ্বাস এবং সাহস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে। পদোন্নতি এবং কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। পুরনো বিনিয়োগ থেকে দারুণ রিটার্ন পাবেন।
তুলা রাশি
ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি দেখা দেবে। ব্যবসায়ে লাভের মুখ। সম্পত্তি কেনার যোগ রয়েছে। সামগ্রিক উন্নতি ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সমাজে আপনার গুরুত্ব বাড়বে। মোটা অঙ্কের টাকা পাওয়ার সম্ভাবনা।
কুম্ভ রাশি
উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে। পূর্বের বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আর্থিক স্থিতি আরও মজবুত হবে। সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে। বড় কোনও লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবেন।
