সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর মানেই নতুন স্বপ্ন-আশা। পঁচিশে যা পাওয়া হয়নি, হয়তো এবার তা মিলবে! নতুন চাকরি, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি ছাড়াও কত কিছু নিয়েই তো আশায় বুক বাঁধছে সকলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কার ভাগ্য খুলবে আর কাদের কিছুটা হলেও কষ্ট করতে হবে তা নিয়ে খানিকটা আভাসও মিলেছে। চলুন আজ জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকরা বাবা-মা হতে পারেন ছাব্বিশে।
১. কর্কট- গ্রহের অবস্থানের কারণে ছাব্বিশের প্রথম আড়াই মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের অর্ধেক ভালো কাটবে ককর্ট রাশির জাতকদের। পরিবার বৃদ্ধির পরিকল্পনা করতেই পারেন।
প্রতীকী ছবি।
২. বৃশ্চিক- ছাব্বিশে আয় বাড়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতকদেরও। এই রাশির জাতকদের জন্য বাবা-মা হওয়ার আদর্শ সময় এটাই।
প্রতীকী ছবি।
৩. মীন- জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরে পরিবারে পরিবর্তনের যোগ রয়েছে এই রাশির জাতকদের। আসতে পারে নতুন অতিথি। এছাড়াও পরিবার সম্পর্কিত অন্য কোনও সুখবরও পেতে পারেন।
প্রতীকী ছবি।
৪. বৃষ- জুনের পর থেকে বৃষ রাশির ভালো সময়। তাতে আয় বৃদ্ধি, কেয়িয়ারে উন্নতির যোগ যেমন রয়েছে। তেমনই এই জাতকদের কোল আলো করে আসতে পারে সন্তানও।
প্রতীকী ছবি।
৫. কন্যা- জুন মাস থেকে বছরের পরবর্তী সময় খুবই শুভ কন্যা রাশির জাতকদের জন্য। যাঁরা দীর্ঘদিন ধরে সন্তানের অপেক্ষায়, তাঁরা পেতে পারেন সুখবর।
প্রতীকী ছবি।
৬.সিংহ- বৃহস্পতির কৃপায় সিংহ রাশির জাতকদের পরিবারে আসতে পারে সন্তান।
ছবিটি প্রতীকী
৭. মকর- যদি মকর রাশির জাতক হয়ে থাকেন, ছাব্বিশে সন্তানসুখ পেতে পারেন আপনিও।
তবে কার জীবনে কী হবে তা নির্ভর করে ব্যক্তিগত রাশিচক্রের উপর। ফলে ছাব্বিশে বাবা-মা হবেনই তা এভাবে নিশ্চিত করে বলতে পারে না জ্যোতিষশাস্ত্রও। তবে হ্যাঁ, চলতি বছরে বেশ কিছু রাশির জাতকদের পারিবারিক জীবনে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যার মধ্যে অন্যতম সন্তান আগমনের সম্ভাবনাও। অনেক রাশির জাতকদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। স্বাভাবিকভাবেই আয় বাড়লেই বিয়ে ও সংসার বাঁধার স্বপ্ন দেখেন সকলে। ফলে তাঁদের ক্ষেত্রেও পরিবার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই হিসেবেই তৈরি করা হয়েছে উপরের তালিকাটি।
