সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায় বজ্রপাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তার পরেই অলৌকিক শক্তির অধিকারী হন! নিকশ অন্ধকারেই খুলে যায় আশ্চর্য আলোর জানলা! ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেন বুলগেরিয়ার মহিলা বাবা ভাঙ্গা। এ যুগের 'নস্ত্রাদামুস’ও বলা হয় তাঁকে।
১৯৯৬ সালে প্রয়াত হওয়ার আগে তিনি যা বলে গিয়েছিলেন, তার মধ্যে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী অবিকল মিলে গিয়েছে! সাম্প্রতিক অতীতে আমেরিকার ৯/১১ হামলা হোক বা চেরনোবিল বিপর্যয় কিংবা ডায়ানার মৃত্যুর মতো তাঁর করা একাধিক গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী একের পর এক অদ্ভুত ভাবে মিলে গিয়েছে।
ফাইল ছবি
এহেন বাবা ভাঙ্গা একের পর এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ২০২৬ সাল নিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে, ভিনগ্রহীদের সঙ্গে পৃথিবীবাসীর যোগাযোগ, এমনকী এআই প্রযুক্তি মানব সভ্যতার উপর আধিপত্য বিস্তার করবে বলেও দাবি তাঁর। আগামী বছরের জন্য ঠিক কী কী ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা?
ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ: ভিনগ্রহে প্রাণ রয়েছে কিনা, সেই বিতর্ক দীর্ঘদিনের। একাংশ মনে করেন, পৃথিবীর বুকে এমন সব কার্যকলাপের চিহ্ন রয়েছে যা এলিয়েন বা ভিনগ্রহীদের পৃথিবীর সঙ্গে সংযোগের প্রমাণ করে। অন্য অংশের দাবি, না! এখনও ভিনগ্রহীর কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই বিতর্কের মাঝে এমন অনেক কাণ্ড ঘটে যা সেই বিতর্ককে মাঝে মাঝে উসকে দেয়।
প্রতীকী ছবি
বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী, ২০২৬ সালে এলিয়েনদের 'সন্ধান' পাওয়া যাবে। '২৬ সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি বিশাল মহাকাশযান প্রবেশ করবে। তার ফলে পৃথিবীবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে এলিয়নদের। এমনটাই ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার। এদিকে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভিনগ্রহবাসী ও ইউএফও সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। কিছুদিন পরই সেই ফাইল প্রকাশ করার কথা।
তৃতীয় বিশ্বযুদ্ধ: সাম্প্রতিক সময়ে যুদ্ধ, হানাহানিতে উত্তপ্ত বিশ্বের নানা প্রান্ত। তা সে দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হোক, কিংবা গাজা-ইজরায়েলের হানাহানিই তার প্রমাণ। তাছাড়া গণঅভ্যুত্থানে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশ। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে নাজেহাল মায়ানমার। জঙ্গি দমনে ভারতও পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
প্রতীকী ছবি
এই রকম পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী, তাইওয়ানের দখল নিতে পারে চিন। বিশ্বের দুই মহাশক্তিধর দেশ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। দুই দেশের মধ্যে লড়াই হলে, বাকি দেশগুলি তা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারবে না।
এআইয়ের মানব জীবনে প্রভাব: কৃত্রিম বুদ্ধিমত্তা ধীরে ধীরে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। অতিরিক্ত এই নির্ভরতা মানবসভ্যতার কাছে অভিশাপ হয়ে উঠতে পারে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা উল্লেখযোগ্য অগ্রগতি করবে। অবশেষে তা এমন পর্যায়ে পৌঁছবে যা মানবসভ্যতার উপর আধিপত্য বিস্তার করবে।
প্রতীকী ছবি
এছাড়াও ‘এ যুগের নস্ত্রাদামুসে'র ভবিষ্যদ্বাণী ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিশ্বের বিভিন্ন অংশে প্রভাব ফেলতে পারে। যার প্রভাব মারাত্মকভাবে পড়বে বিশ্বের আবহাওয়ায়।
