shono
Advertisement

জন্মসংখ্যা ৮: ছাব্বিশে মিলবে কর্মফল, অতিরিক্ত লাভের আশায় ভুলেও শর্টকাট নয়!

মতের অমিল সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়াতে পারে।
Published By: Tiyasha SarkarPosted: 07:45 PM Dec 28, 2025Updated: 07:45 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল কী হবে, তা কেউ জানে না। কিন্তু জানার ইচ্ছে থাকে সকলেরই। আগেভাগে ভালো-মন্দ জেনে নিয়ে সতর্ক হতে চান না, এমন লোক আছে নাকি! সেক্ষেত্রে ভরসা জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব। চলুন জেনে নেওয়া যাক সংখ্যাতত্ত্বের হিসেবে আগামী বছর কেমন কাটবে ৮ জন্মসংখ্যার জাতকদের।

Advertisement

সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ রবির। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। আর ৮ সংখ্যাটি হল শনির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এরা পিতা-পুত্র। এদের সম্পর্ক শত্রুতা ও বৈপরীত্যে ভরা। ছাব্বিশে ৮ জন্মসংখ্যার জাতকদের একটা কথা মাথায় রাখতেই হবে তা হল, এটা কর্মফল পাওয়ার বছর। ভালো করলে যেমন তার ফল পাবেন, খারাপের ফলও মিলবে হাতেনাতে। যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা আশানুরূপ সাফল্য না পেলেও চিন্তার কোনও কারণ নেই। এই বছরটা আপনাকে পরীক্ষা দিতে হবে, সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। কাজের প্রতি নিষ্ঠা রাখলে তার ফল পাবেন। তবে ভুলেও লাভের আশায় শর্টকাট নেবেন না। তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

সংখ্যাতত্ত্ব বলছে, ছাব্বিশে অর্থ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সৎ পথে থাকলে আয়ে কোনও ঘাটতি হবে না। যদি ঋণ থেকে থাকে তা মিটে যাবে। তবে সঙ্গীর দিকে নজর দিন। মতের অমিল সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়াতে পারে। তাই উলটোদিকের মানুষটা কী বলছেন, তা শুনুন। বোঝার চেষ্টা করুন। অন্যথায় দীর্ঘদিনের সম্পর্কেও চিড় ধরতে পারে।

[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই  ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশে ৮ জন্মসংখ্যার জাতকদের একটা কথা মাথায় রাখতেই হবে তা হল, এটা কর্মফল পাওয়ার বছর।
  • ভালো করলে যেমন তার ফল পাবেন, খারাপের ফলও মিলবে হাতেনাতে।
Advertisement